মারা গেলেন গায়ক আকবর
মারা গেছেন গায়ক আকবর আলী গাজী। আজ (১৩ নভেম্বর) রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৩ সালে হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'তে কিশোর কুমারের 'একদিন পাখি উড়ে যাবে যে আকাশে' গান গেয়ে আলোচনায় আসেন আকবর।
তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়াও গত দুই বছরে জন্ডিস, কিডনি সমস্যাসহ নানা শারীরিক জটিলতা শিল্পীর শরীরে বাসা বেঁধেছিল।
শারীরিক অবস্থার অবনতি ঘটায় কিছুদিন আগে অস্ত্রোপচার করে আকবরের পা কেটে ফেলা হয়।
দেশ-বিদেশে একাধিকবার চিকিৎসা নিয়েছেন আকবর, বিশেষ করে কিডনির সমস্যার জন্য। এর আগে তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকার অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।