'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬'-এ কেন্দ্রীয় চরিত্র পাচ্ছেন না মার্গো রবি
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজি থেকে জনি ডেপকে বাদ দেওয়ার পর লাখো দর্শকের মন হতাশায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কারণ ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ডেপ ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারছিলেন না ভক্তরা। সেই জায়গায় 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬'-এর জন্য যখন কেন্দ্রীয় চরিত্রে নারী অভিনেত্রীকে নেওয়ার গুঞ্জন উঠলো, তা সমালোচনার আগুনে আরও ঘি ঢেলে দেয়! যেকোনো উপায়েই হোক, ডেপকে ফিরিয়ে আনার অনুরোধ ছিল ভক্তদের।
'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজির নতুন সিক্যুয়েলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য সবার আগে শোনা গিয়েছিল হলিউড অভিনেত্রী মার্গো রবির নাম। কিন্তু সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিনের প্রতিবেদন থেকে জানা গেছে, 'দ্য উলফ অব দ্য ওয়াল স্ট্রিট' তারকা মার্গো রবি বলেছেন, তাকে এই ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নেই।
ভ্যানিটি ফেয়ারকে এই অভিনেত্রী বলেছেন, "কিছুদিনের জন্য আমরা এই আইডিয়াটা নিয়ে কাজ করেছিলাম যে 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬'-এর কেন্দ্রীয় চরিত্র হবে একজন নারী, যদিও পুরোপুরি নারী নেতৃত্ব নয়...একটু ভিন্নধর্মী গল্প হবে- আমাদের মনে হয়েছিল এটা বেশ দারুণ হয়। কিন্তু এখন মনে হচ্ছে, প্রযোজকরা তা চান না।"
এদিকে জনি ডেপের প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের অভিযোগের প্রেক্ষিতে হলিউডের ক্যান্সেল-কালচারের শিকার হন ডেপ। সেই দলে যোগ দিয়েছিল ডিজনিও এবং তখনই ডেপকে বিখ্যাত এই ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেওয়া হয়।
তবে অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানি মামলায় জয়ের পর ডিজনি ডেপের কাছে ক্ষমা চেয়েছে এবং 'ক্যাপ্টেন জ্যাক স্প্যারো' হিসেবে ফিরে আসতে ৩০০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে বলেও খবর এসেছে গণমাধ্যমে। এবার মার্গো রবিকে বাদ দেওয়ার খবরে নতুন করে আশার আলো দেখছেন ডেপ ভক্তরা! বাকিটা সময়ই বলে দেবে যে ডেপ আসলেই 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' ফ্র্যাঞ্চাইজিতে ফিরবেন কি না!