কাতার বিশ্বকাপে পারফর্ম করতে যাওয়ায় ভক্তদের তোপের মুখে বিটিএসের জাংকুক!
কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ আয়োজন করা নিয়ে শুরু থেকে চলছে বিতর্ক। বিভিন্ন মানবাধিকার ইস্যুতে কাতারের দুর্বল অবস্থানের কারণেই এসব বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সময়ে প্রশ্ন তোলা হচ্ছে বিশ্বকাপের আয়োজকদের দিকে। ফলে, কাতার বিশ্বকাপে যেসব শিল্পীদের পারফর্ম করার কথা ছিল, তারা একে একে সরে আসছেন সেখান থেকে।
বিশ্বখ্যাত গায়িকা ডুয়া লিপা সর্বপ্রথম জানান যে তিনি কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কারণ কাতার বিভিন্ন সম্প্রদায়কে শ্রদ্ধা করে না এবং তাদের মানবাধিকার বজায় রাখার জন্যও কাজ করছে না। নিজের এই অনুভূতির কথা জানিয়ে ডুয়া লিপা বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের পারফর্ম করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসতে থাকে।
কাতার যখন বিশ্বকাপের আয়োজক হিসেবে সবুজ সংকেত পেয়ে যায়, তখন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে অংশগ্রহণকারীদের ধর্ম-মত-জাতি নির্বিশেষে সবার অধিকার রক্ষায় কাজ করবে তারা। কিন্তু বাস্তবে এর কিছুটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন বলে অভিযোগ তুলে নিজেদের সরিয়ে নিচ্ছেন শিল্পীরা।
বিশ্বকাপের আর মাত্র চার দিন বাকি, এরই মধ্যে কাতার বেশকিছু বিধিনিষেধ জারি করেছে, যার মধ্যে সমকামীদের নেতিবাচকভাবে দেখার বিষয়টিও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও, অনেক শিল্পীই বিশ্বকাপের উদ্বোধনী দিনে পারফর্ম করার জন্য দেশটিতে উড়ে গিয়েছেন। এদের মধ্যে একজন হলেন কে-পপ ব্যান্ড বিটিএস এর সদস্য জাংকুক।
দুনিয়াজুড়ে বিটিএসের অগণিত ভক্ত থাকলেও, এরকম একটি বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ায় ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছে জাংকুককে। ডুয়া লিপার মতো একই পথ অনুসরণ না করে বরং বিশ্বকাপে পারফর্ম করতে চলে যাওয়ায় অনেক ভক্তই এখন জনপ্রিয় এই বিটিএস তারকাকে বর্জন করতে চাইছেন!
সূত্র: মিউজিক মানডিয়াল