শাহরুখের ছবির নাম 'ডাঙ্কি' কেন? অদ্ভুত নামকরণের কারণ জানালেন কিং খান!
সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র 'ডাঙ্কি'র নামকরণের পেছনের গল্প জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সদ্যই সৌদি আরবে এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। তবে এখনও পর্যন্ত রাজকুমার হিরানির এই ছবির বিষয়ে তেমন কিছুই জানা যায়নি, যদিও কিং খান তার মতো করে ছবিটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন।
রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথমবার কাজ করতে চলেছেন শাহরুখ খান। এই ছবিতে তার বিপরীতে তাপসী পান্নুকে অভিনয় করতে দেখা যাবে। রাজকুমার হিরানির সঙ্গে এটা যে তার প্রথম কাজ সেটাই শুধু নয়, এই ছবিতে তিনি প্রথমবারের জন্য তাপসী পান্নুর সঙ্গেও জুটি বাঁধতে চলেছেন। বৃহস্পতিবার তিনি সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন। আর সেখানেই একটি সাক্ষাৎকারে তিনি 'ডাঙ্কি' সম্পর্কে নানা তথ্য দেন।
ডেডলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, 'ইংরেজিতে এই ছবির নামকরণ করা হলে ছবিটির নাম নির্ঘাত ডাঙ্কি (গাধা) হতো। আসলে ভারতীয়দের উচ্চারণ একটু আলাদা, মূলত পাঞ্জাবিরা একটু অন্যরকম ভাবে উচ্চারণ করেন তাই গাধার বদলে ডাঙ্কি হয়েছে। এই ছবির বিষয়ে বলবো যে, ভারতের অন্যতম সেরা পরিচালক রাজকুমার হিরানি এই ছবির পরিচালনা করছেন, চিত্রনাট্য লিখেছেন অভিজাত যোশী। এটা মূলত সেই সব মানুষদের গল্প বলবে যারা বাড়ি ফিরে আসতে চান।'
তিনি আরও জানান, ' এটি একটি কমেডি মুভি। সকলেই জানেন যে রাজকুমার হিরানি মূলত মজার এবং ইমোশনাল ছবি বানিয়ে থাকেন। ফলে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা সত্যি বেশ ভালো। এই ছবির জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্যুটিং করে অবশেষে ভারতে ফিরলাম।'