ক্যারিয়ারের কঠিন সময়েও অপছন্দনীয় স্ক্রিপ্টে কাজ করেননি আমির খান
ভারতের তারকা অভিনেতা আমির খান তার সুদীর্ঘ বলিউড ক্যারিয়ারে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতা হিসেবে আমির যতটা আলোচিত ঠিক ততটাই আলোচিত সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে স্ক্রিপ্ট নির্বাচনে। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ক্যারিয়ারে বহু কঠিন সময় পার করলেও নিজের কাছে অপছন্দনীয় স্ক্রিপ্টে কাজ করতে রাজি হননি আমির। খবর আনন্দবাজার পত্রিকার।
শুধু স্ক্রিপ্ট বললে ভুল হবে। কেননা স্ক্রিপ্ট ছাড়াও প্রযোজক ও পরিচালককে মনে না ধরলেও আমির ঐ সিনেমায় কাজ করেন না। সাক্ষাৎকারে বলিউডের বিখ্যাত পরিচালক মহেশ ভাটের সাথে সিনেমা সম্পর্কিত একটি স্মৃতিচারণে আমির খান গণমাধ্যমকে বলেন, "তখন ক্যারিয়ারে কঠিন সময় যাচ্ছিল। খুব চাইছিলাম ভাল কাজ আসুক। আর তখনই মহেশ ভাট আমায় প্রস্তাব দিলেন। স্বপ্ন ছিল ওনার সাথে ছবি করব। তবে তাই বলে নিজের চাহিদার সঙ্গে আপস করব, সেটাও যে ঠিক নয়!"
আমির খান মহেশ ভাটের সঙ্গে সিনেমায় কাজ করার যে সময়টির কথা বলছেন তখন মহেশ ভাট বলিউডের প্রতিষ্ঠিত পরিচালক। প্রতিষ্ঠিত একজন পরিচালকের সাথে সকল অভিনেতাই কাজ করার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু আমির খান তখন মহেশ ভাটের খ্যাতিকে নয়, বরং অগ্রাধিকার দিয়েছেন সিনেমার স্ক্রিপ্টকেই।
মহেশ ভাটের ঐ সিনেমাটি নাকচ করার প্রসঙ্গে আমির বলেন, "মহেশের সঙ্গে কাজ করার ষোলো আনা ইচ্ছে ছিল। গেলামও। কিন্তু স্ক্রিপ্ট পড়ে পছন্দ হল না। আগে যে প্রতিজ্ঞা করে রেখেছিলাম! যদি প্রযোজক, পরিচালক বা স্ক্রিপ্টের মধ্যে কোনও একটিও পছন্দ না হয়, ছবি করব না। তাই বাড়ি ফিরে এসে সিনেমাটি না করার সিদ্ধান্ত নেই।"
আমির খান নিজে খুব সোজাসাপ্টা মানুষ। মনে যা ভাবেন সেটা না লুকিয়ে সরাসরি স্বীকার করেন নেন। মাহেশ ভাটের সাথেও একই কাজ করেছিলেন আমির। বিখ্যাত পরিচালক মহেশ ভাটের সিনেমার স্ক্রিপ্ট যে তার ভালো লাগেনি তা তিনি পরিচালককে জানিয়েছেন অকপটে। ফিরিয়ে দিয়েছেন ঐ সিনেমায় কাজ করার প্রস্তাব।
মহেশ ভাটের ঠিক কোন সিনেমার স্ক্রিপ্টটি আমিরের ভালো লাগেনি তা অবশ্য গণমাধ্যমে প্রকাশ করেননি আমির। তবে মজার ব্যাপার এই যে, নির্দিষ্ট সেই সিনেমাটি না করলেও পরবর্তীতে মহেশ ভাটের 'দিল হ্যায় কি মনতা নেহি', 'হাম হ্যায় রাহি প্যায়ার কে' এর মতো বেশকিছু হিট সিনেমায় কাজ করেছেন আমির।
আমিরের নিজের পছন্দসই স্ক্রিপ্টে কাজ করার বিষয়টিকে অবশ্য পেশাদারিত্বের নজরেই দেখেছেন সিনেমা পরিচালক মহেশ ভাট। আমির জানান, নিজের স্ক্রিপ্টে কাজ না করার বিষয়টি নিয়ে আমিরের সাথে কোনো তিক্ততা রাখেননি মহেশ।
আমির বলেন, "দরকার সত্ত্বেও নিজের রুচির সাথে আপোষ না করে সেই যে 'না' বলতে পেরেছিলাম এতে করেই আমি ভিতর থেকে আরও শক্তিশালী হয়ে উঠি।" পরবর্তীতে শুধু মহেশ ভাটের সিনেমাই নয়; বরং সুদীর্ঘ ক্যারিয়ারে পছন্দ না হওয়ায় 'ডার', 'হাম আপকি হ্যান কৌন', 'নায়ক', 'স্বদেশ', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' এর মত সুপারহিট সব সিনেমায় কাজ করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির।
করোনাকালে দীর্ঘ চার বছর পর আমিরের মুক্তি পাওয়া বহুল প্রতিক্ষিত ছবি 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। প্রথমে 'ঠাগস অব হিন্দুস্তান' এবং পরবর্তীতে 'লাল সিং চাড্ডা' বক্স অফিসে মুখ থুবড়ে পরায় আমির খান নিজের স্ক্রিপ্ট নির্বাচনে সতর্কতা অবলম্বনের বিষয়টি পুনরায় ভাবছেন। আর তাই হয়তো আমির সাময়িকভাবে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। হয়তো এই সুযোগে খুঁজছেন 'লাগান', 'দঙ্গল' কিংবা 'থ্রি ইডিয়টস' এর মত অসাধারণ কোনো স্ক্রিপ্ট।