৬৮ বছর বয়সেও ভোর পাঁচটায় সেটে হাজির হন কমল হাসান
তারকা অনেকেই, তবে কাজের প্রতি যত্ন বা ধ্যান সব অভিনেতার থাকে না। যদি শিল্পের সঙ্গে একাত্মতার প্রসঙ্গ ওঠে, ভারতের দক্ষিণী তারকা কমল হাসানের কাছে অনেকেই হার মানবেন। বর্তমানে 'ইন্ডিয়ান ২' ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। তার দম ফেলার ফুরসত নেই। সহ-অভিনেত্রী রাকুলপ্রীত সিং, যিনি এই ছবিতেই কমলের সঙ্গে পর্দা ভাগ করছেন, তার মুখেই জানা গেল কমলের রোজনামচা।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, ৬৮ বছর বয়সেও কলটাইমের ৫ ঘণ্টা আগে সেটে আসেন কমল। কারণ, লম্বা প্রস্তুতি পর্ব। এ ছবির জন্য প্রস্থেটিক মেকআপ নিতে হচ্ছে অভিনেতাকে।
রাকুলের কথায়, "৯০ বছর বয়সী এক চরিত্রে অভিনয় করছেন কমল। প্রস্থেটিক মেকআপ করতে ৪-৫ ঘণ্টা লাগে। ভোর ৫টায় চলে আসেন কমল। যাতে ঠিক ১০টা বাজলে শট দিতে পারেন।"
সেখানেই শেষ নয়, প্রতিদিন শুটিংয়ের পর সেই সাজসজ্জা ছেড়ে বেরোতেও ঘণ্টা দুয়েক সময় লাগে বলে জানান রাকুল। চেন্নাইয়ে প্রবল গরম হলেও কোনও কিছুরই পরোয়া করেন না কমল।
সেই দেখে রাকুলের মনে হয়, অন্য প্রজন্ম তারা। অনেক কিছুই পারেন, যা হালের অভিনেতারা ভাবতেই পারবেন না। অভিনেত্রীর কথায়, "গত ১০০ বছরের সিনেমার ইতিহাসে ৬০ বছর ধরে রয়েছেন কমল। অর্থাৎ ৭৫ শতাংশেরও বেশি সময় জুড়ে রয়েছে তার উপস্থিতি। ওনার চেয়ে সিনেমাটা আর কে ভাল বুঝবেন!"