৬৮ বছর বয়সেও ভোর পাঁচটায় সেটে হাজির হন কমল হাসান  

৯০ বছর বয়সী এক চরিত্রে অভিনয় করছেন কমল। প্রস্থেটিক মেকআপ করতে ৪-৫ ঘণ্টা লাগে। তাই ভোর ৫টায় চলে আসেন কমল, যেন ঠিক ১০টা বাজলে শট দিতে পারেন।