ভারতের প্রেক্ষাগৃহে ১১ বছর পর মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানি সিনেমা
প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক ও সংস্কৃতিগত অনেক মিল থাকলেও রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। আর এই মনস্তাত্ত্বিক দূরত্বের প্রভাব পরেছে দুই দেশের শিল্প জগতে, যার মধ্যে সিনেমা অন্যতম। ভারতের প্রেক্ষাগৃহে সর্বশেষ ২০১১ সালে পাকিস্তানি সিনেমা প্রদর্শিত হয়েছিল। তবে দীর্ঘ ১১ বছরের অচলায়তন ভেঙে আগামী ৩০ নভেম্বর 'দ্য লিজেন্ড অব মওলা জাট' নামক একটি পাকিস্তানি সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। খবর আল জাজিরার।
'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমাটি মূলত ১৯৭৯ সালে নির্মিত কাল্ট ক্লাসিক 'মওলা জাট' সিনেমার রিমেক। ৩৮ বছর বয়সী চলচ্চিত্র নির্মাতা বিলাল লাশারি নির্মিত এ সিনেমাটি ভারতের মাল্টিপ্লেক্স চেইন ইনক্স লিজিওর কোম্পানির মাধ্যমে ভারতের পাঞ্জাব ও দিল্লীর উল্লেখযোগ্য কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ বিষয়ে মাল্টিপ্লেক্স চেইন কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার রাজেন্দ্র সিং জানান, সিনেমাটি মুক্তির ক্ষেত্রে যেসব স্থানে পাঞ্জাবি ভাষাভাষীর লোক বেশি সেসব স্থানের প্রেক্ষাগৃহকে প্রাধান্য দেওয়া হবে।
তবে শুধু ইনক্সের প্রেক্ষাগৃহেই নয়, বরং ভারতের অন্য মাল্টিপ্লেক্স চেইন পিভিআর সিনেমাসও গত সপ্তাহে 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে পিভিআর নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং বর্তমানে সিনেমাটি আদৌ পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না-কি তা নিশ্চিত নয়।
পাকিস্তানি সিনেমা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির ক্ষেত্রে বিরোধীতার ইতিহাস পুরনো, যার নজির 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমার ক্ষেত্রেও প্রতীয়মান। ইতোমধ্যেই ভারতের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে বিরোধিতা শুরু হয়েছে।
মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের হিন্দু জাতীয়তাবাদী কট্টরপন্থী রাজনৈতিক দলের নেতা আমিয়া খোপকার বলেছেন, "ব্যাপারটি ক্ষুব্ধ হওয়ার মত যে ভারতের একটি কোম্পানি দেশে পাকিস্তানি একটি ছবি আমদানি করছে। আমাদের দলের প্রধান রাজ সাহেবের নির্দেশ মতো আমরা সিনেমাটি ভারতের কোথাও প্রদর্শন করতে দেব না।" রাজনীতির পাশাপাশি সিনেমা প্রযোজনা করা এ নেতা টুইটে 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমার অভিনেতা ফাওয়াদ খানের ভারতীয় ফ্যানদের বিশ্বাসঘাতক উল্লেখ করে তাদেরকে পাকিস্তানে যেয়ে ছবিটি দেখার কথা বলেছেন।
এ অবস্থায় ভারতীয় সিনেমার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া খুব একটা সহজ হবে না। জনপ্রিয় লেখক ও ফিল্ম ফেস্টিভাল প্রোগ্রামার আসীম ছোবড়া বলেন, "সিনেমা মুক্তিকে ঘিরে যদি কোনো রাজনৈতিক রঙ দেওয়া হয় তবে আমি অবাক হবো না। যাই হোক, আমি বিশ্বাস করি ছবিটি মুক্তি পেলে আবারও দুই দেশের মধ্যকার সংস্কৃতি আদান প্রদানের দ্বার উন্মোচিত হবে।"
ভারতে পাকিস্তানের সিনেমা, নাটক ও গানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। কিন্তু তারপরেও ভারতে পাকিস্তানি শিল্পীরা তাদের সৃষ্টিকর্ম পৌঁছে দিতে চ্যালেঞ্জের মুখোমুখি হন। বিশেষ করে ২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর এ সমস্যা আরও প্রকট হয়েছে। এছাড়াও ২০১৬ সালে উরি এট্যাকে ভারতের ১৯ সেনা নিহত হওয়ার পর ভারতের সকল প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানি শিল্পীদের অনানুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
ফাওয়াদ খান ও মাহিরা খান অভিনীত 'দ্য লিজেন্ড অব মওলা জাট' সিনেমাটি ১৩ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। মাত্র ৪৫ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি ইতিমধ্যেই বক্স অফিসে প্রায় ২৫০ কোটি রুপির বেশি আয় করে পাকিস্তানের সিনেমা জগতে সর্বোচ্চ আয় করা অন্যতম সিনেমা হিসেবে খ্যাতি পেয়েছে। খ্যাতিমান সব শিল্পীতে পূর্ণ ১৫০ মিনিট দীর্ঘ এই সিনেমায় পারিবারিক কলহ থেকে শুরু করে প্রতিশোধ ও সম্মান প্রতিষ্ঠার বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে।