নোবেলজয়ী সাহিত্যিক মারিও ভার্গাস ইয়োসার সাথে ৮ বছরের সম্পর্ক ছিন্ন করলেন ইসাবেল প্রেইসলার
দীর্ঘ আট বছর একসঙ্গে থাকার পর নোবেল বিজয়ী সাহিত্যিক মারিও ভার্গাস ইয়োসার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন স্প্যানিশ-ফিলিপিনা টিভি হোস্ট ইসাবেল প্রেইসলার। খ্যাতনামা ব্যবসায়ী ও সোশ্যালাইট (সমাজের বিশিষ্ট ব্যক্তি) হিসেবে পরিচিত ইসাবেল জনপ্রিয় সেলিব্রেটি ম্যাগাজিন ওলা!-কে জানিয়েছেন, মারিও ভার্গাস ইয়োসার সাথে চিরদিনের জন্য সম্পর্ক শেষ করেছেন তিনি।
আর দশটা জুটির চাইতে নিজেদের আলাদা প্রমাণ করায় বরাবরই তারকা জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়োসা-ইসাবেল। পেরুভিয়ান লেখক মারিও ভার্গাস ইয়োসা সাহিত্যে নোবেল পদকজয়ী, কলাম লেখক ও সাবেক রাজনীতিবিদ। অন্যদিকে, ফিলিপাইনে জন্মগ্রহণ করা প্রেইসলার টিনেজ বয়সেই স্পেনে চলে আসেন এবং বড় হয়ে সাংবাদিকতা শুরু করেন। একজন হাই-প্রোফাইল সোশ্যালাইট হিসেবে ভূমিকা এবং ইন্টারনেটের আবির্ভাব-পূর্ব যুগে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে ব্যাপক পরিচিতি পেয়েছেন প্রেইসলার।
বিচ্ছেদের প্রসঙ্গে ওলা! ম্যাগাজিনকে প্রেইসলার জানান, ইয়োসা ও তিনি যে যার মতো চলতে চান বলেই বিচ্ছেদের সিদ্ধান্ত। গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দুজনের মধ্যে ঝগড়া হয় এবং ইয়োসা বাড়ি থেকে বেরিয়ে যান। ম্যাগাজিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেবারই প্রথম বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ইয়োসা।
সত্তরের দশকে জনপ্রিয় স্প্যানিশ গায়ক হুলিও ইগলেসিয়াসকে বিয়ে করেছিলেন ইসাবেল প্রেইসলার। ওলা! ম্যাগাজিনের জন্য কাজ করতে গিয়েই হুলিও ইগলেসিয়াসের সাক্ষাৎকার নিতে হয়েছিল তাকে। সেখান থেকেই পরিচয় ও প্রণয়। বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক এনরিকে ইগলেসিয়াস এই জুটিরই সন্তান।
ইগলেসিয়াসের সাথে বিচ্ছেদের পর উদ্যোক্তা কার্লোস ফ্যালকোকে বিয়ে করেন প্রেইসলে। তিনি তৃতীয়বার বিয়ে করেন স্পেনের সাবেক অর্থমন্ত্রী মিগুয়েল বয়্যারকে।
প্রেইসলারের সাথে মারিও ভার্গাস ইয়োসার পরিচয় হয় ১৯৮০'র দশকে। প্রেইসলারের ভাষ্যে, "আমি মারিওকে প্রথমবারের মতো দেখি মিসৌরির সেন্ট লুইসে। ওলা! ম্যাগাজিনের জন্য তার একটা সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম আমি।"
সেসময় মিগুয়েল বয়্যারের সাথে সংসার করছিলেন প্রেইসলার। আর মারিও ভার্গাস ইয়োসাও তখন প্যাট্রিসিয়া ইয়োসার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন। প্রেইসলারের ভাষ্যে, "তখন থেকেই মিগুয়েল এবং আমি মারিও ও তার পরিবারের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করি যা এতগুলো বছর ধরে টিকে ছিল।"
২০১৫ সালের আগপর্যন্ত ইয়োসা ও প্রেইসলারের সম্পর্ক বন্ধুত্বের বেশি গড়ায়নি। তবে সেবছর পোর্সেলানোসা নামের একটি ব্র্যান্ডের আয়োজনে বাকিংহাম প্যালেসে প্রিন্স চার্লসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন ইয়োসা ও প্রেইসলার দুজনেই। এর আগের বছরই মিগুয়েলের মৃত্যুর ফলে বিধবা হয়েছিলেন প্রেইসলার। কিন্তু ইয়োসা ও তার স্ত্রী সেসময় সদ্য তাদের ৫০তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন।
সূত্র: এল পাইস