শাহরুখের উপস্থিতিতে বুর্জ খলিফায় চলল ‘পাঠান’ সিনেমার ট্রেইলার
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'পাঠান' আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে। মুক্তির ঠিক আগমুহূর্তে সিনেমার প্রচারণায় কোনো কমতি রাখা হচ্ছে না। ইতিমধ্যেই সিনেমার কয়েকটি গান দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও সিনেমাটির সদ্য প্রকাশিত ট্রেইলার নিয়েও বলিউডে শুরু হয়েছে মাতামাতি। এমনকি সম্প্রতি দুবাইয়ের বিখ্যাত ভবন বুর্জ খলিফায়ও 'পাঠান' এর ট্রেইলার প্রদর্শিত হয়েছে।
গতকাল (শনিবার) ট্রেইলার প্রদর্শনের সময় বলিউড বাদশাহ শাহরুখ খান নিজেও উপস্থিত ছিলেন বুর্জ খলিফায়। দুবাইয়ে আয়োজিত এ প্রমোশনাল ইভেন্টে বুর্জ খলিফার সামনে করা স্টেজে শাহরুখকে ভক্তদের উদ্দেশ্য করে দুই হাত ছড়িয়ে তার সিগনেচার পোজ দিতে দেখা গেছে।সেই সাথে তাকে সিনেমার 'ঝুমে জো পাঠান' গানে নাচতেও দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বুর্জ খলিফায় আয়োজিত এ ইভেন্টের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা গেছে, কালো রঙের ক্যাজুয়াল পোশাকের সাথে মিলিয়ে একটি জ্যাকেট পরেছেন শাহরুখ। ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সামনে 'আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়' এর মত পাঠান সিনেমার বিখ্যাত সব ডায়ালগ দিচ্ছেন বলিউডের কিং খান।
মূলত ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছেন শাহরুখ। তবে এরই মাঝে দুবাইয়ে নিজের সিনেমার প্রচারণা করার সুযোগটিও লুফে নিয়েছেন শাহরুখ। ট্রেইলার প্রদর্শনের পূর্বে ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডি'সুজা বলেন, "পাঠান বর্তমান সময়ের বহুল প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে একটি। তাই দর্শকদের কাছে সিনেমা উপস্থাপনের ক্ষেত্রে চমক থাকাই উচিত। আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে দুবাই শাহরুখ খান এবং 'পাঠান' সিনেমা উদযাপন করতে প্রস্তুত।"
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত পাঠান সিনেমায় শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া ও আশুতোষ রানার মত তারকারা। গত ১০ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত আড়াই মিনিটের ট্রেইলারের পুরোটাই ছিল উত্তেজনায় পূর্ণ।
ট্রেইলারে দেখা যায়, সিনেমায় জন আব্রাহাম একটি জঙ্গি সংগঠনের গুরুত্বপূর্ণ কেউ। ভারতে হামলার পরিকল্পনা করছেন জন। ভারতীয় স্পাই ভূমিকায় এই পরিকল্পনা ভেস্তে দিতে জনের মুখোমুখি হন সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা শাহরুখ।