টম ক্রুজের চেয়েও ধনী অভিনেতা শাহরুখ খান
দীর্ঘ তিন দশক ধরে বলিউডে একের পর এক কালজয়ী সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন শাহরুখ খান। নিজের অভিনয়ের যাদুতে জয় করেছেন কোটি কোটি দর্শকের হৃদয়। তবে শুধু খ্যাতির দিক দিয়েই নয় বরং শাহরুখ টাকার অঙ্কেও ছাড়িয়ে গেছেন বিশ্বের বড় বড় সব অভিনেতাদের। সম্প্রতি 'দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস' এর তৈরি এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, এশিয়ার সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ। এমনকি হলিউডের টম ক্রুজের চেয়েও বেশি ধনী এ বলিউড তারকা!
সম্প্রতি সংস্থাটি বিশ্বের শীর্ষ ৮ জন ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় এশিয়া থেকে একমাত্র শাহরুখ খানই জায়গা করে নিয়েছেন। এমনকি সমীক্ষা অনুযায়ী গোটা বিশ্বে ধনী তারকাদের তালিকায় শাহরুখের স্থান চতুর্থ।
বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখের সম্পত্তির পরিমাণও চমকে দেওয়ার মত। নিজের তারকাখ্যাতির জোরে মোট ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার মালিক বনেছেন 'কিং খান'। তালিকায় অনেকটা বড় ব্যবধানেই শাহরুখ খান পিছনে ফেলেছেন হলিউড সুপারস্টার টম ক্রুজকে। ৬২০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক 'মিশন ইম্পসিবল' খ্যাত এই তারকা।
'দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস' এর তৈরি তালিকায় শীর্ষে রয়েছেন আমেরিকান কমেডিয়ান এবং অভিনেতা জেরি সাইনফিল্ড। জেরির সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা ও পরিচালক টেইলর পেরি। তাঁরও মোট সম্পত্তি প্রায় ১ বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার এই তালিকায় তিন নম্বর রয়েছে হলিউড তারকা 'দ্য রক' খ্যাত ডোয়াইন জনসনের। তাঁর সম্পদের পরিমাণ ৮০০ মিলিয়ন মার্কিন ডলার।
শাহরুখ খানের স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণও অঢেল। মুম্বাইতে শাহরুখ নিজের যে বাসভবন বানিয়েছেন সেটাকে 'রাজপ্রসাদ' বললেও ভুল হবেনা। 'মান্নাত' নামে পরিচিতি শাহরুখের এ বাসভবনের বাজারদর প্রায় ২০০ কোটি টাকা! কিছুদিন আগেই এই বাড়িতেই শাহরুখ একটি হীরার নেমপ্লেট লাগিয়েছেন, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। ধারণা করা হয় যে, একক সম্পত্তি হিসেবে 'মান্নাত' ই শাহরুখের সবচেয়ে দামী সম্পত্তি।
তবে সম্পত্তি হিসেবে 'মান্নাত' ছাড়াও শাহরুখের সংগ্রহে রয়েছে বিশ্বের নামীদামী ব্র্যান্ডের ব্যয়বহুল সব গাড়ি। রোলস রয়েস, মার্সিডিজ, বিএমডব্লিউ থেকে শুরু করে অডি; সবই রয়েছে শাহরুখের সংগ্রহে। অন্যদিকে অবসর সময় কাটানোর জন্য কিংবা পার্টি করার জন্য বলিউড বাদশাহর রয়েছে আলাদা বাড়ি ও বাংলো। এছাড়াও শাহরুখ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম সফল দল কোলকাতা নাইট রাইডারস এবং বলিউডের অন্যতম প্রোডাকশন হাউস 'রেড চিলিস এন্টারটেইনমেন্ট' এর মালিক।
আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে শাহরুখের অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা 'পাঠান'। ইতিমধ্যেই সিনেমাটির বেশ কয়েকটি গান দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও গত শনিবার বিখ্যাত বুর্জ খালিফায় প্রদর্শিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। সবকিছু মিলিয়ে এসআরকে ভক্তরা আশা করছেন যে, 'পাঠান' বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস