৩০,০০০ ক্রিস্টালে শরীর ঢেকে ফ্যাশন শো'তে হাজির হলেন দোজা ক্যাট!
বিনোদন জগতের তারকাদের নিত্যনতুন ফ্যাশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কথা সবারই জানা। বিভিন্ন ফ্যাশন শো বা গালাতে অদ্ভুত অদ্ভুত সাজপোশাকে সজ্জিত হয়ে সবাইকে অবাক করে দিতেও পারদর্শী তারা। সম্প্রতি তারই এক নজির দেখালেন আমেরিকান র্যাপার দোজা ক্যাট। শিয়াপারেল্লির সর্বশেষ রানওয়ে শো'তে লাল বডি পেইন্ট ও ৩০ হাজার ক্রিস্টালে সারা শরীর ঢেকে হাজির হয়েছেন তিনি। রক্তলাল সরোভস্কি ক্রিস্টালে ঝলমল করছিল তার সারা শরীর, এমনকি চোখ পর্যন্ত ছিল লাল!
দোজা ক্যাটের এই পোশাকটি বিশেষভাবে তৈরি করেছেন ফ্যাশন হাউজের ক্রিয়েটিভ ডিরেক্টর ড্যানিয়েল রোজবেরি। মার্কিন র্যাপারের এদিনের মেকআপ করেছেন শিল্পী প্যাট ম্যাকগ্রেথ। দোজা ক্যাটকে এই অভিনব লুক দিতে তাদের সময় লেগেছে পাঁচ ঘণ্টা।
প্যারিসের পেটিট পালাইসে দোজা ক্যাট ফ্যাশন শো'তে হাজির হতেই তা যেন অন্য মাত্রা পায়। শিয়াপারেল্লির স্প্রিং-সামার ২০২৩ শো-এর নাটকীয় শুরুই হয়েছে এই গায়িকার হাত ধরে। দান্তের 'ইনফার্নো' থেকে অনুপ্রাণিত হয়ে এই ব্র্যান্ডের সর্বশেষ কালেকশনের নাম দেওয়া হয়েছে 'ইনফার্নো কুচার'।
দোজা ক্যাটের এই নারকীয় পোশাক(!) এর ওপরে বুকের অংশের নকশায় ব্যবহৃত হয়েছে সিল্কের কাপড় এবং স্কার্টটিকে ঢেকে দেওয়া হয়েছে ল্যাকারড উডেন বিডস বা পুঁতি দিয়ে। সেই সাথে পোশাকের সাথে মিলিয়ে পরানো হয়েছে লাল একজোড়া বুট।
মার্কিন গায়িকার এই লুককে ম্যাকগ্রেথ 'দোজার ইনফার্নো' বলে অভিহিত করেছেন। দোজার এই লুক তৈরির পেছনের গল্পও ভিডিও পোস্ট করার মাধ্যমে শেয়ার করেছেন তার মেকআপ শিল্পী। ভিডিওতে দেখা গেছে পুরো টিম মিলে তার শরীরে লাল রঙ করছেন এবং হাত দিয়ে হাজার হাজার ক্রিস্টাল বসিয়ে দিচ্ছেন।
অন্য একটি ভিডিওতে ম্যাকগ্রেথ মার্কিন গায়িকার ধৈর্য্যের প্রশংসা করেছেন এবং এটিকে 'অনুপ্রেরণাদায়ক' বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে দোজা ক্যাটের সাথে নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে 'জিনিয়াস' বলে উল্লেখ করেন ম্যাকগ্রেথ।
স্টাইলিশ ব্রেট অ্যালান নেলসনের সঙ্গে শো'তে প্রবেশ করেন দোজা ক্যাট। তার স্টাইলিশও তার সাথে মিলিয়ে লাল রঙের স্যুট পরেছিলেন। এরপর কাইলি জেনারের থেকে কয়েক ফুট দূরত্বেই সামনের সারিতে আসন গ্রহণ করেন দোজা ক্যাট।
সূত্র: সিএনএন