সৌদি আরব নারীদের প্রথম সাঁতারের পোশাকের ফ্যাশন শো করে ইতিহাস গড়ল
সৌদি আরবে শুক্রবার প্রথমবারের মতো নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। দেশটির ইতিহাসে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। কারণ দশকেরও কম সময় আগেও এখানকার নারীদের পুরো শরীর-ঢাকা পোশাক পরা বাধ্যতামূলক ছিল।
মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের নকশা করা লাল, নীল, ধূসরসহ নানা রঙের সাঁতারের পোশাকে হাজির হন নারী মডেলরা।
এ বিষয়ে কানজাল বলেছেন, 'এটা সত্য যে এই দেশটি খুব রক্ষণশীল। তবে আমরা মার্জিত সাঁতারের পোশাক দেখানোর চেষ্টা করেছি, যা আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে।'
তিনি আরও বলেন, 'সাঁতারের পোশাক পরে নারীদের ফ্যাশন শোতে অংশ নেওয়া সৌদি আরবে একটি ঐতিহাসিক ঘটনা। কেননা দেশটিতে এবারই প্রথম এমন কোনো আয়োজন করা হয়েছে।'
কানজাল বলেন, এতে যুক্ত হতে পারাটা 'সম্মানজনক'।
সৌদি আরবের পশ্চিম উপকূলের একটি দ্বীপে সেন্ট রেগিস রেড সি রিসোর্টে বড় একটি সুইমিংপুলের পাশে করা হয়েছিল এই আয়োজন। সেখানে 'রেড সি ফ্যাশন উইক' চলছে। এই আয়োজনের দ্বিতীয় দিনে (শুক্রবার) নারীদের সাঁতারের পোশাক পরে ফ্যাশন শোর আয়োজন করা হয়েছিল।
রিসোর্টটি লোহিত সাগর গ্লোবালের অংশ। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তত্ত্বাবধানে সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি অংশ হিসেবে বাস্তাবায়িত গিগা-প্রকল্পগুলোর মধ্যে একটি এটি।
২০১৭ সালে সিংহাসনের উত্তরাধিকারী হওয়া প্রিন্স মোহাম্মদ সৌদি আরবের রক্ষণশীল ভাবমূর্তি সংস্কারে বেশ কয়েকটি সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন। এর মধ্যে রয়েছে: সিনেমা হল খোলা, কনসার্ট ও ফ্যাশন শো আয়োজন করা প্রভৃতি ।
শুক্রবারের প্রদর্শনীতে অংশ নেওয়া সিরিয়ার ফ্যাশন ইনফ্লুয়েন্সার শৌক মোহাম্মদ বলেন, সৌদি আরব বিশ্বের কাছে নিজেদের উন্মুক্ত করায় এবং তার ফ্যাশন ও পর্যটন খাতকে বাড়ানোর চেষ্টা করায় অবাক হওয়ার কিছু নেই।
গত বছর সৌদি ফ্যাশন কমিশনের প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে ফ্যাশন শিল্প দেশটির ১২.৫ বিলিয়ন মার্কিন ডলার বা জাতীয় জিডিপির ১.৪ শতাংশ ছিল এবং ২ লাখ ৩০ হাজার মানুষ এতে নিয়োজিত ছিল।
ফরাসি ইনফ্লুয়েন্সার রাফায়েল সিমাকুরবে বলেন, আমার কাছে এটি বড় কোনো বিষয় নয়। তবে সৌদি আরবের প্রেক্ষাপটে এটি একটি বড় অর্জন।
তিনি আরও বলেন, 'আজকের দিনে এটা করাটাও তাদের জন্য অনেক বড় সাহসী পদক্ষেপ, তাই আমি এর অংশ হতে পেরে খুব খুশি।'
ভাবানুবাদ: তাবাসসুম সুইটি