৫০০ রুপি নিয়ে মুম্বাই এসেছিলাম, সিনেমা প্রযোজনা করতে সম্পত্তি বন্ধক রেখেছি: কঙ্গনা
ভারতের তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কের শেষ নেই। প্রতিনিয়ত বিস্ফোরক সব মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি।
সম্প্রতি নিজের প্রযোজিত 'ইমার্জেন্সি' সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, এ সিনেমা প্রযোজনা করতে নিজের সব সম্পত্তি বন্ধক রেখেছেন তিনি। একইসাথে ক্যারিয়ার শুরুর আগে মাত্র ৫০০ রুপি নিয়ে মুম্বাইতে আসার স্মৃতিও ব্যক্ত করেন বলিউডের 'কুইন'। খবর হিন্দুস্তান টাইমসের।
চলতি বছরের ২১ জানুয়ারি বলিউডের বহুল প্রতীক্ষিত 'ইমারজেন্সি' সিনেমার শ্যুটিং শেষ হয়েছে। সিনেমাটি খুব শীঘ্রই হলে মুক্তি দেওয়া হবে। কঙ্গনার এই সিনেমার নিয়ে বলিউড ভক্তদের আগ্রহের শেষ নেই। কেননা সিনেমাটি প্রযোজনার সাথে সাথে কঙ্গনা নিজেই পরিচালনা করেছেন। একইসাথে এ সিনেমায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।
শ্যুটিং শেষে সিনেমার সমস্ত কলাকুশলীদের জন্য গত ২৫ জানুয়ারি একটি পার্টির আয়োজন করা হয়েছিল। কঙ্গনা জানান, সিনেমাটির সফর মোটেই মসৃণ ছিল না। এই ছবির জন্য তাকে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে শ্যুটিং করতে হয়েছে।
"আমার যা সম্পত্তি আছে সব বন্ধক রেখে দিয়েছি এই সিনেমা প্রযোজনা করার জন্য," বলেন 'গ্যাংস্টার' খ্যাত অভিনেত্রী।
সিনেমাটির জন্য নিজের সম্পত্তি বন্ধক রাখার কথা এক পাপারাজ্জিকে জানিয়েছিলেন কঙ্গনা। ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে কঙ্গনা সাংবাদিকদের বলেন, "আমি একবার যে কাজ করার কথা ভেবে নিই, সেটা করেই ছাড়ি। আমার জন্য এটা কোনও বড় কথা নয়। এক মিনিটের মধ্যে আমি যে কোনও সিদ্ধান্ত নিয়ে নিতে পারি। কিন্তু এই ছবির শ্যুটিংয়ের সময় ব্যাংকে যাওয়া, সম্পত্তির ভ্যালুয়েশন করা খুব চাপের হয়ে গিয়েছিল। আমাদের শ্যুটিং আটকে গিয়েছিল। কিন্তু কোনও কিছুর জন্য আমি আমার সব কিছু বাজি রাখতে পারি।"
একইসাথে 'ইমারজেন্সি' সিনেমায় প্রযোজনা করার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে কঙ্গনা জানান, তিনি তার সম্পত্তি নিয়ে ভাবেন না। নিজের মতামতে সর্বদা অটল থাকা এ অভিনেত্রী বলেন, "আমি এই শহরে ৫০০ রুপি নিয়ে এসেছিলাম। এখন আমি যদি সম্পূর্ণ শেষ হয়ে যাই তাহলে আমি জানি আমি আবার ঘুরে দাঁড়াতে পারব। আমার মধ্যে এতটুকু সাহস আছে। আমার কাছে সম্পত্তির কোনও মূল্য নেই।"
১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার এই ছবিতে সেই সময়টাই তুলে ধরা হয়েছে। সিনেমাটির পরিচালক হিসেবে কঙ্গনা আগেই জানিয়েছেন, 'ইমারজেন্সি' কোনও বায়োপিক না, বরং এটা একটা রাজনৈতিক ছবি।
'গ্যাংস্টার' সিনেমার মাধ্যমে ২০০৬ সালে কঙ্গনার বলিউডে যাত্রা শুরু হয়েছিল। এই রোমান্টিক থ্রিলার সিনেমায় পরিচালনা করেছিলেন অনুরাগ বসু। এরপর 'ফ্যাশন', রেঙ্গুন, সিমরান, তানু ওয়েডস মানু, কৃশ ৩ এর মত অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। শীঘ্রই 'ইমারজেন্সি' সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন। কঙ্গনা ছাড়া সিনেমাটিতে অনুপম খেরকে দেখা যাবে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায়।