'নারীরা এখন আর কাঁদে না', প্রেমিকার সাথে পিকের পোস্টের জবাব দিলেন শাকিরা!
কলম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবারের মতো নিজের নতুন প্রেমিকা ক্লারা চিয়ার সঙ্গে ছবি পোস্ট করেছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। পিকে-শাকিরার মাঝে তৃতীয় পক্ষের আগমনেই যে তাদের ১১ বছরের সম্পর্কে চিড় ধরেছিল তা ইতোমধ্যে স্পষ্ট। কিন্তু বিচ্ছেদের পর চুপচাপ বসে নেই শাকিরা; একের পর এক কটাক্ষের তীর ছুঁড়েছেন প্রাক্তনের দিকে। এবার পিকের পোস্টের পর ইঙ্গিতপূর্ণ এক ক্যাপশন দিয়ে পোস্ট দিয়েছেন শাকিরাও!
এর আগে শাকিরা জানিয়েছিলেন যে তিনি স্ট্রবেরি জ্যামের খালি কৌটা দেখে পিকের প্রতারণা ধরতে পেরেছিলেন। বাড়ি ফিরে এসে তিনি দেখেছিলেন, কৌটায় জ্যাম নেই; অথচ পিকে বা তাদের সন্তানরা কখনো সেই জ্যাম পছন্দ করতেন না। এর মানে অন্য কেউ ঘরে এসে তা খেয়েছে।
এদিকে পাপারাজ্জিদের ক্যামেরায় পিকে তার কথিত প্রেমিকার সঙ্গে ধরা পড়লেও, নিজের মুখে কিছুই জানাননি। তবে তিনদিন আগে প্রথম নিজের নতুন প্রেমিকার সাথে তোলা একটি সেলফি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পিকে।
সেই ছবি দেখেই যেন মনে মনে ক্ষেপে গিয়েছেন 'হিপস ডোন্ট লাই' গায়িকা! তিনিও ইনস্টাগ্রামে তার একটি নাচের একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- "নারীরা এখন আর কাঁদে না, তারা মেরেঙ্গু নাচে।"
শাকিরা একাধিকবার পিকের এই প্রতারণার কথা খোলামেলাভাবেই জানিয়েছেন। সম্প্রতি নিজের একটি গানের মাধ্যমেও প্রাক্তনকে এক হাত নিয়েছেন কলম্বিয়ান গায়িকা। বিজেডআরপি মিউজিক সেশন #৫৩-তে শাকিরা পিকের দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে তিনি টুইঙ্গোর বিনিময়ে ফেরারিকে বেচে দিয়েছেন। রোলেক্স পাল্টে তিনি ক্যাসিও নিয়েছেন।
শাকিরা এই গানের লিরিক্সের মাধ্যমে নানাভাবে নিজেকে পিকের বর্তমান প্রেমিকা ক্লারা চিয়ার চেয়ে অনেক দামি ও ব্যক্তিত্বসম্পন্ন একজন হিসেবে বুঝানোর চেষ্টা করেছেন। তার এই গানটি এখন বিলবোর্ডে হট লাতিন গানের তালিকায় এক নম্বরে রয়েছে।
সূত্র: দ্য মিরর