২৭ বছর পর আবারো বড়পর্দায় 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'!
দূর থেকে শোনা যাচ্ছে ম্যান্ডোলিনের সুর, সর্ষে ক্ষেতের উপর দিয়ে ছুটছেন সিমরান, অপর প্রান্তে রাজ। ৯০ এর দশকের সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'র এ দৃশ্য মন জয় করেছিল বহু দর্শকের।
২৭ বছর পর আবারো বড়পর্দায় ফিরতে চলেছে পুরনো সেই নস্টালজিয়া, শাহরুখ-কাজলের রোম্যান্স।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) থেকে ভারতজুড়ে বড়পর্দায় দেখানো হবে ডিডিএলজে, চলবে এক সপ্তাহ জুড়ে।
সম্প্রতি শাহরুখ উন্মাদনা ও যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই সুপার হিট সিনেমাটি আরও একবার মুক্তি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, এই ছবিটিই যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়ার পরিচালক হিসাবে প্রথম সিনেমা।
১৯৯৫ সালে মুক্তি পাওয়ার পর এই সিনেমাই সবথেকে বেশিদিন ধরে সিনেমা হলে চলার রেকর্ড গড়েছিল।
যশরাজ ফিল্মস জানিয়েছে, ভারতের মোট ৩৭টি শহরে আবারও 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে' মুক্তি দেওয়া হচ্ছে। যারমধ্যে রয়েছে মুম্বাই, পুনে, আহমেদাবাদ, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর, ত্রিভান্দ্রম।
অর্থাৎ, এবারের ভ্যালেন্টাইনস ডে-তে রাজ-পাঠান দুজনকেই সিনেমা হলে দেখার সুযোগ পাবেন শাহরুখ ভক্তরা।