"আপনি টাক হয়েছেন কেন, কী সমস্যা?" শাহরুখের কাছে প্রশ্ন
'জওয়ান' সিনেমা মুক্তির অপেক্ষার প্রহর গুণছেন শাহরুখ ভক্তরা। ইতোমধ্যেই গত মাসে প্রকাশিত সিনেমাটির প্রিভিউ বলিউডে আলোড়ন তুলেছে। ঐ প্রিভিউতে এবং একইসাথে নতুন পোস্টারে শাহরুখের টাক মাথার লুক ভক্তদের চমকে দিয়েছে।
সিনেমায় শাহরুখ টাক মাথার লুকের কারণ জানতে অপেক্ষা করতে হবে মুক্তির দিন পর্যন্ত। তবে ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিং খানের ভক্তরা সেটি জানতে চেয়ে পোস্ট করছেন।
ঠিক তেমনি একটি পোস্টের উত্তর দিয়েছেন খোদ বলিউড বাদশাহ। যদিও স্বভাবতই সিনেমায় ঠিক কোন গল্পের প্রয়োজনে তিনি টাক হয়েছেন সেটি প্রকাশ করেননি শাহরুখ। তাই অনেকটা মজার ছলেই ভক্তের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
এক ভক্ত মাইক্রো ব্লগিং সাইট এক্স (টুইটার) এ পোস্ট করেন যে, "আপনি টাক হয়েছেন কেন? আপনাকে ভয়ংকর লাগছে। কী সমস্যা?"
জবাবে ঠাট্টা করে শাহরুখ ফিরতি পোস্টে বলেন, "আমার বাসার বাইরে তুষারপাত হচ্ছিল। তাই ভাবলাম, টাক হয়ে যাই। তুষারপাতের পুরো মজা উপভোগ করি।"
শুধু এমন একটি ঘটনাই নয়, বরং শাহরুখ খানের টাক মাথার লুক নিয়ে ভক্তরা যেন রীতিমত পাগলামো শুরু করেছে। যদিও শাহরুখ নিজেই 'আস্ক মি এনিথিং' পোস্ট করে সেই সুযোগ করে দিয়েছিলেন।
আরেক ভক্ত একটি লাল রঙের বেঞ্চে বসে নিজের টাক মাথার ছবি পোস্ট করে লিখেছেন, "শাহরুখ স্যার, আমি ক্রিকেট খেলতে যাচ্ছি। দয়া করে রিপ্লাই দিন। নাহলে আমি এখানেই বসে থাকবো।"
ভক্তের এ পোস্টের জবাবে শাহরুখ ফের ঠাট্টা করে বলেন যে, "হেলমেটটা পরে নাও, ভাই। নতুবা ঠাণ্ডা লেগে যাবে।"
শাহরুখ মূলত নিজের ভোরিফায়েড ইনস্টাগ্রামে গত সোমবার (৭ আগস্ট) নিজের টাক মাথার ঐ পোস্টারটি প্রকাশ করেন।
পোস্টারে দেখা যায়, সাদাকালো এক ছবি। শাহরুখের টাক মাথা আর চোখে কালো চশমা। ডেনিম জ্যাকেটের বোতাম খোলা আর সেই সঙ্গে হাতে রয়েছে বন্দুক।
শাহরুখ ক্যাপশনে লিখেছেন, "আমি ভালো নাকি মন্দ তা জানতে অপেক্ষা করতে হবে ৩০ দিন। সবাই রেডি তো?"
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে অ্যাটলি পরিচালিত 'জওয়ান' সিনেমা। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
সিনেমাটিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, নয়নতারা, বিজয় সেতুপতি, সঞ্জয় দত্তরা। ক্যামিও রোলে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে।