'ডিডিএলজে' নাকি 'পাঠান'? প্রতিযোগিতায় কোনটিকে এগিয়ে রাখলেন শাহরুখ?
ফ্রেব্রুয়ারি মানেই প্রেমের মাস। আর মাত্র একদিন পরেই ভালোবাসা দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। এই দিনটা প্রেমে ভরিয়ে তুলতেই পর্দায় ফিরছেন রাজ-সিমরান জুটি। একদিকে বলিউডের বক্স অফিসে ঝড় তুলছে 'পাঠান', অন্যদিকে মুক্তি পেল শাহরুখ-কাজল জুটির 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।'
ভালোবাসা দিবসের কথা মাথায় রেখেই 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' আবারও মুক্তি পাচ্ছে বড় পর্দায়। সরিষা ক্ষেতের মধ্যে হঠাৎ ভালোবাসার হাওয়া, রাজের ম্যান্ডোলিনের সুরে সিমরানের ফিরে ফিরে দেখা; সেই সব দৃশ্য আজও বহু দর্শকের মনের কোণে। গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। বড়পর্দায় ফিরেছে পুরনো সেই নস্টালজিয়া, শাহরুখ-কাজলের রোম্যান্স…। এক সপ্তাহের জন্য সিনেমা হলগুলোতে চলবে ছবিটি।
যশরাজের শেয়ার করা টুইটকে রি-টুইট করে অভিনেতা শাহরুখ খান লেখেন, 'আরে বন্ধুরা, এত কষ্ট করে অ্যাকশন হিরো হলাম… আর তোমরা আবার রাজকে ফিরিয়ে এনেছ। উফ! এই কম্পিটিশন আমাকে মেরেই ফেলবে। আমি পাঠান দেখতে চললাম। রাজ তো ঘরের ছেলে'।
জানিয়ে রাখি, 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর মতো 'পাঠান'-এর পর প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। ২৭ বছর পেরিয়েও রাজ-সিমরানের প্রেমকে টেক্কা দেবে, বলিউডে এমন প্রেমের গল্প নেই। প্রসঙ্গত, শাহরুখ উন্মাদনা ও যশরাজ ফিল্মের ৫০ বছর পূর্তির কথা মাথায় রেখেই সুপার হিট ছবি 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'কে আরও একবার বড় পর্দায় এনেছেন যশরাজ ফিল্মস।
১৯৯৫ সালে মুক্তি পাওয়া 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' সেই সময়ের সবচেয়ে বেশিদিন টানা সিনেমা হলে চলেছিল। একই সঙ্গে সেই সময়কার সবচেয়ে ব্যবসাসফল ছবিও ছিল এটি। প্রায় ২০০ কোটি রূপির বেশি ব্যবসা করেছিল ছবিটি যা ভারতীয় হিন্দি ছবির ইতিহাসে মাইলফলক।
যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মোট ৩৭টি শহরে আবারও 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' মুক্তি দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে মুম্বই, পুনে, আহমেদাবাদ, সুরাত, ভাদোদরা, গুরগাঁও, ফরিদাবাদ, লখনৌ, নয়দা, দেরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ইন্দোর, চেন্নাই, ভেলোর ও ত্রিভান্দ্রম।