স্টেজ পারফর্মেন্স ও ভক্তদের স্মরণ করছেন সামরিক প্রশিক্ষণে থাকা বিটিএস গায়ক জিন
বিখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএসের জনপ্রিয় গায়ক কিম সকজিন গত বছরের ডিসেম্বরে দেশটির সামরিক বাহিনীতে প্রশিক্ষণের জন্য যোগ দিয়েছেন। তুমুল জনপ্রিয় এ শিল্পীর সামরিক প্রশিক্ষণের সর্বশেষ অবস্থা জানতে চাইছেন বিশ্বজুড়ে থাকা কোটি কোটি বিটিএস ভক্ত। সম্প্রতি জিমের সামরিক প্রশিক্ষণ সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন বিটিএস এর অন্য দুই সদস্য জিমিন ও জে-হোপ। খবর জিও টিভির।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি লাইভ ব্রডকাস্টে অংশ নিয়েছিলেন বিটিএস সদস্য জে-হোপ। এক ঘণ্টার এ স্ট্রিমিং শুরুর কয়েক মিনিটের মধ্যেই বিটিএসের আরেক সদস্য জিমিনও এতে যোগ দেন। সেখানেই সামরিক প্রশিক্ষণে থাকা জিনকে নিয়ে আড্ডায় মাতেন জনপ্রিয় কোরিয়ান ব্যান্ডটির এই দুই সদস্য।
কথোপকথনের এক পর্যায়ে ঠাট্টা করে জিমিন ও জে-হোপ বলেন, "আমাদের সময় খুব দ্রুত চলে যাচ্ছে। কিন্তু সামরিক প্রশিক্ষণে থাকা জিনের জন্য সময় অবশ্যই খুব ধীরে যাচ্ছে।" একইসাথে জিনের সাথে কথা হয়েছে জানিয়ে কথোপকথনের বেশ কিছু অংশ ভক্তদের কাছে তুলে ধরেন সহশিল্পী জিমিন।
জিমিন জানান, সামরিক প্রশিক্ষণে থাকা জিমের মাছের ঝালজাতীয় স্যুপ খেতে খুব ইচ্ছে করছে। তবে তিনি সামরিক প্রশিক্ষণে প্রদত্ত খাবারও উপভোগ করছেন।
বিটিএস ব্যান্ড থেকে প্রথম সদস্য হিসেবে সামরিক বাহিনীতে প্রশিক্ষণ নিচ্ছেন জিন। আর সতীর্থর এই প্রশিক্ষণ নিয়েই একে অপরের সাথে ঠাট্টা করেছেন ব্যান্ডের অন্য দুই সদস্য জিমিন ও জে-হোপ।
সামরিক প্রশিক্ষণের দেওয়া খাবার সম্পর্কে জে হোপ বলেন, "মিলিটারি প্রশিক্ষণে প্রদত্ত খাবার খুবই সুস্বাদু।" তখন জিমিন রসিকতা করে জে-হোপকে বলেন, "তুমি কীভাবে জানো? তুমি তো কখনো সামরিক প্রশিক্ষণে যাওনি।" উত্তরে জে-হোপ বলেন, "আমি ছবিতে দেখেছি।"
জিনের সামরিক প্রশিক্ষণ সম্পর্কে জানাতে যেয়ে জিমিন জানান, জিনের সামরিক বাহিনী কর্তৃক প্রদত্ত খাবার নিয়ে তেমন সমস্যা নেই। তবে জিন নিজের স্টেজ পারফর্মমেন্স ও ভক্তদের কথা খুব করে স্মরণ করছেন। এখানেই মূলত অল্প একটু সমস্যা হচ্ছে বিটিএসের সবচেয়ে বয়স্ক সদস্য জিনের।
দক্ষিণ কোরিয়ার প্রত্যেক সুস্থ–সবল পুরুষকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। সে আইন অনুযায়ী উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের প্রশিক্ষণ করছেন ৩০ বছর বয়সী শিল্পী জিন। প্রশিক্ষণ শেষে জিনের ফিরে আসার জন্য অপেক্ষা করছে অগণিত বিটিএস ভক্ত।
সূত্র: জিওটিভি