আট বছর পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউডের সিনেমা!
শাহরুখ খান অভিনীত অ্যাকশন ঘরানার সিনেমা 'পাঠান' গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। হিন্দি ভাষার সিনেমা হিসেবে ভেঙেছে একের পর এক রেকর্ড। এবার আরেকটি অনন্য রেকর্ডের অপেক্ষায় বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত এই সিনেমা। দীর্ঘ আট বছর পর আগামীকাল (শুক্রবার) প্রথম বলিউড সিনেমা হিসেবে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 'পাঠান'। খবর বলিউড হাঙ্গামার।
প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে ভারতীয় সিনেমা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা ছিল। ২০১৫ সালে সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর বাংলাদেশে প্রথম বলিউড সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল বলিউডের ভাইজান খ্যাত সালমান খানের সিনেমা 'ওয়ান্টেড'।
তবে তা বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে বলিউড সিনেমা প্রদর্শনের বিরুদ্ধে তীব্র আন্দোলন সৃষ্টি হয়। ঢালিউড সুপারস্টার শাকিব খান মূলত এ আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলনকারী শিল্পীদের মতামত ছিল, বলিউড সিনেমা প্রদর্শন করা হলে বাংলাদেশের সিনেমা প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পরবে।
আন্দোলনের এক পর্যায়ে প্রতিবাদকারীরা বলিউড সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেন এবং প্রেক্ষাগৃহের বাইরে দাঁড়িয়ে সিনেমা দেখতে আসা দর্শকদের বলিউড সিনেমা না দেখতে অনুরোধ করতে থাকেন। এ ঘটনায় দেশের বলিউড সিনেমার প্রদর্শকেরা পাল্টা প্রতিবাদ করেন এবং শাকিব খানের সিনেমা বয়কটের সিদ্ধান্ত নেন।
সেই সময় শুধু 'ওয়ান্টেড' নয়, বরং আমির খানের সিনেমা 'থ্রি ইডিয়টস' এবং শাহরুখ খানের সিনেমা 'মাই নেইম ইজ খান' বাংলাদেশে মুক্তি পেয়েছিল। তবে বাংলাদেশের বিনোদন জগতের একটা বিশাল অংশের বাধার মুখে বলিউড সিনেমার ওপর নিষেধাজ্ঞা পুনরায় বহাল করা হয়। যদিও বর্তমানে বলিউড সিনেমার পাইরেটেড কপি খুব সহজেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং দেশের দর্শকেরা বলিউডের প্রায় সকল জনপ্রিয় সিনেমা দেখছে।
তবে কিং খানের 'পাঠান' সিনেমা মুক্তির পর যেন সকল সমীকরণ বদলে গেছে। বর্তমানে বাংলাদেশের সিনেমা সম্পর্কিত ১৯টি সংগঠন বছরে ১০টি করে বলিউড সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের ব্যাপারে একমত হয়েছে।
বলিউডের সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন নিয়ে বরাবরের মত এবারও দুই ধরনের মতামত তৈরি হয়েছে। একদল মনে করেন, বাংলাদেশের প্রেক্ষাগৃহে বলিউড সিনেমার প্রবেশের সুযোগ ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হুমকি বয়ে আনবে।
আরেকদল মনে করেন, বাংলা সিনেমায় দীর্ঘদিনের স্থবিরতা ও একে একে বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহের ক্ষতি কাটাতে দেশে তুমুল জনপ্রিয় বলিউড সিনেমা মুক্তির প্রয়োজন রয়েছে।
কোভিডকালীন সময়ে বাংলাদেশের বিনোদন জগত যে ক্ষতির মুখোমুখি হয়েছে, সেটি কাটাতেও প্রেক্ষাগৃহে বলিউড সিনেমা কার্যকরী বলে মনে করে অনেকে। এছাড়া যেহেতু দেশে বহু আগে থেকে দেশে হলিউড সিনেমা চলছে, সেক্ষেত্রে বলিউড সিনেমা প্রদর্শনে কোন জটিলতা নেই বলে মত দিয়েছে চলচ্চিত্র অঙ্গনের সাথে সংশ্লিষ্ট অনেকে।
তবে পক্ষে-বিপক্ষে মত যা-ই থাকুক না কেন, আপাতত বাংলাদেশের প্রেক্ষাগৃহে 'পাঠান' নিশ্চিতভাবেই মুক্তি পেতে যাচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে জুটি হিসেবে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়া খল চরিত্রে রয়েছেন জন আব্রাহাম। আর চমক হিসেবে অতিথি চরিত্রে রয়েছেন সালমান খান।
সম্প্রতি মুক্তির ২৮ তম দিনে 'পাঠান' বক্স অফিসে সর্বমোট ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করেছে।