'গ্যাংস্টার' সিনেমায় কঙ্গনার সাথে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শোয়েব আখতার!
মাঠে ব্যাটারদের ত্রাস ছিলেন তিনি। বল হাতে ছুটে এলে হাঁটু কাঁপত অনেকেরই। সেই জোরে নিশ্চয়ই বড় পর্দাও কাঁপিয়ে দিতে পারতেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার! বলিউড চলচ্চিত্র 'গ্যাংস্টার: আ লাভ স্টোরি'তে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে নায়কের ভূমিকায় দেখা যেতে পারত তাকে। কিন্তু কিভাবে? দ্য এক্সপ্রেস ট্রিবিউনের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শোয়েব আখতার দাবি করেছিলেন যে ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে নায়কের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছিলেন তিনি।
অনুরাগ বসু পরিচালিত 'গ্যাংস্টার' দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা। প্রযোজক মহেশ ভাট নিশ্চিত ছিলেন যে, শোয়েব তার প্রস্তাব ফেরাতে পারবেন না। এমনকি, শোয়েবকে চিত্রনাট্য শোনাতে তিনি পাকিস্তানে উড়েও গিয়েছিলেন। কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি, শোয়েব তার প্রস্তাব গ্রহণ করেননি। কিন্তু তার পেছনে কিছু কারণও আছে।
ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শোয়েব তার আত্মজীবনী 'কন্ট্রোভার্সিয়ালি ইওরস'-এ লিখেছিলেন, "যতদূর মনে পড়ে পাকিস্তানের সু্পরিচিত অভিনেত্রী মীরা ২০০৫ সালে আমায় বলেছিল যে, বলিউড পরিচালক মহেশ ভাট আমার সঙ্গে দেখা করতে চান। আমি করাচিতে একটি ক্রিকেট ক্যাম্পে গিয়েছিলাম, সেখানেই তিনি চিত্রনাট্য নিয়ে উড়ে আসেন। তিনি চেয়েছিলেন, আমি এই ছবিতে অভিনয় করি। আমিও উত্তেজিত ছিলাম। চিত্রনাট্য খুব ভাল ছিল। কিন্তু কিছু কারণে আমি প্রস্তাবটা গ্রহণ করতে পারিনি।"
এই প্রস্তাব গ্রহণ না করার প্রথম কারণ হিসেবে শোয়েব দাবি করেছিলেন, সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড সারাক্ষণই তার পেছনে লেগে ছিল। দ্বিতীয়ত, একসঙ্গে দুটি পেশায় জড়াতে চাননি তিনি। শোয়েবের ভাষ্যে, "আমি মানুষের মনে এই ধারণা ঢুকিয়ে দিতে চাইনি যে, আমি ক্রিকেটার হিসেবে মনোযোগী নই।"
গত বছর, শোয়েব তার বায়োপিকের নাম প্রকাশ করেছিলেন- 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস: রেসিং অ্যাগেইনস্ট দ্য অডস।' কিন্তু পরবর্তীতে প্রযোজনা দলের সঙ্গে বিবাদের জেরে তিনি সেই বায়োপিক থেকে নিজেকে সরিয়ে নেন। সেটি নিয়েও এখনও জল্পনা রয়েছে।
সাইনি আহুজা, ইমরান হাশমি অভিনীত 'গ্যাংস্টার'-ই নয়, বলিউডের আরও অনেক ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন শোয়েব। তবে,এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছিলেন।