‘পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে আসতো’, শাহরুখের কাজে মুগ্ধ রাজকুমার হিরানি
দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরে এসেছেন শাহরুখ খান। কিং খান অভিনীত 'পাঠান' গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে। এরপরেই 'পাঠান' ঝড়ের সাক্ষী হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি অভিনেতা, পরিচালক, প্রযোজক সবার মুখে শুধু শাহরুখের প্রশংসা। বলিউড বাদশাহ প্রমাণ করে দিয়েছেন যে তিনি ফুরিয়ে যাননি।
তবে 'পাঠান' এর পর খুব শীঘ্রই আরেক ঝড় তুলতে আসছেন শাহরুখ খান। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরও দুটি ছবি, 'জওয়ান' এবং 'ডাঙ্কি'। এর মধ্যে 'ডাঙ্কি' ছবিতে তিনি প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি এই গুণী পরিচালকের মুখেও শোনা গেছে শাহরুখের প্রশংসা।
বলিউড ইন্ডাস্ট্রিতেই খুব মেপে কাজ করেন রাজকুমার হিরানি। তবে যে ছবিই নির্মাণ করেন তা সফল হয়। তাই শাহরুখের 'ডাঙ্কি'ও যে ব্লকব্লাস্টার হিট হবে, সে ব্যাপারে ইতোমধ্যে অনেকেই বাজি ধরে ফেলেছেন!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজকুমার হিরানি 'ডাঙ্কি' ছবি এবং শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানিয়েছেন। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তিনি মূলত স্ক্রিপ্ট অনুযায়ী কাস্টিং করে থাকেন। কিন্তু এই ছবিটি ব্যতিক্রম। তিনি বলেন, "সঞ্জু' যখন বানাচ্ছিলাম, শাহরুখ আমায় বলেছিল আমরা বুড়ো হয়ে যাচ্ছি; অনেক হলো, এবার চলো একসঙ্গে একটা ছবি করি। আমরা একে অন্যকে এবং কাজকে সম্মান করি।"
শাহরুখ কীভাবে সেটে সবাইকে মাতিয়ে রাখতেন সে খবরও প্রকাশ করেছেন রাজকুমার হিরানি। কিং খান যেভাবে এই ছবির জন্য নিজেকে প্রস্তুত করেছেন, তা দেখে মুগ্ধ হয়ে যেতেন এই পরিচালক। তিনি এই সাক্ষাৎকারে বলেন, "ডাঙ্কি একটি হাই ভোল্টেজ পারফরম্যান্স ছবি। এখানে বহু মনোলগ এবং লম্বা সিন আছে। তা সত্বেও শাহরুখ পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে আসত। প্রতিটা শব্দ ওর মুখস্থ থাকত। এমনকি ও অন্যদের সংলাপও মুখস্থ রাখত।'
আমির খানের সঙ্গে দুইবার কাজ করেছেন রাজকুমার হিরানি- 'পিকে' এবং 'থ্রি ইডিয়টস'। শাহরুখ এবং আমির- এই দুই 'খান' এর মধ্যে কি কোনো পার্থক্য দেখলেন হিরানি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কাজের ক্ষেত্রে তাদের নৈতিকতা মনে রাখার মতো।"