আমার সঙ্গীত ক্যারিয়ারের মেয়াদ ছিল মাত্র 'দুই সেকেন্ড': প্রিয়াঙ্কা চোপড়া
২০১৮ সালের ডিসেম্বরে আমেরিকান গায়ক-গীতিকার ও অভিনেতা নিক জোনাসকে বিয়ে করার পর থেকে আমেরিকাতেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড ইন্ডাস্ট্রিতে এখন আর প্রিয়াঙ্কাকে দেখা যায় না বললেই চলে। বরং হলিউডে নিজের জায়গা করে নিতে কাজ করে চলেছেন প্রিয়াঙ্কা; যদিও ইতোমধ্যেই হলিউডে অভিষেক হয়ে গেছে তার।
বলিউডে অভিনয়ের পাশাপাশি দু-চারটি গানও গেয়েছেন 'বরফি' অভিনেত্রী। ২০১৫ সালে 'দিল ধাড়কানে দো' সিনেমার টাইটেল ট্র্যাকে ফারহান আখতারের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এর আগে ২০১২ সালে গেয়েছিলেন ইংরেজি গান 'ইন মাই সিটি'। ২০১৩ সালে পিটবুলের সঙ্গে জুটি বেঁধে 'এক্সোটিক' নামের আরও একটি গান গান তিনি। তার দুটি গানই বেশ সাড়া ফেলেছিল।
কিন্তু গানের জগতে স্থায়ী হওয়ার চেষ্টা করলেও সফল হননি প্রিয়াঙ্কা। সম্প্রতি নিজের মিউজিক ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সেই সঙ্গে ভারতে অভিনয়ের শুরুতে কিছু বাজে অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন।
নিজের সংক্ষিপ্ত গানের ক্যারিয়ার নিয়ে প্রিয়াঙ্কা বলেন, "সঙ্গীতশিল্পীদের জীবনে ভীষণ ব্যস্ততা থাকে। খুবই চাপের মধ্যে থাকতে হয় এখানে। আমি জানিনা তারা কিভাবে সামাল দেয় এসব... ট্যুর লাইফটা একদম ক্রেজি! খুব ভোরে উঠতে হয়, আবার রাতে দেরি করে ঘুমাতে যাওয়া... বিভিন্ন শহরে ভ্রমণ করা...কখনো কখনো তিন মাসের জন্য। সে কারণেই আমার মিউজিক ক্যারিয়ারের মেয়াদ ছিল মাত্র 'দুই সেকেন্ড'। এই পেশাটা আসলে আমার জন্য ছিল না।"
অভিনেত্রী আরও বলেন, "আমি রকস্টারদের জীবনকে খুবই শ্রদ্ধা করি। কিন্তু দুর্বলচিত্তের মানুষদের জন্য এই জীবন নয়।"
বলিউডে সফল ক্যারিয়ারের পর এখন হলিউডে কাজ করছেন প্রিয়াঙ্কা। তবুও বলিউডে কাজের শুরুর দিকেই অনেক ঘটনাই যে তার আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছিল তা স্বীকার করলেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা জানান, তার গায়ের রঙ ফর্সা ছিল না বলে কেউ কেউ তাকে ব্ল্যাক ক্যাট বা কালো বিড়াল, 'ডাস্কি' বা শ্যামবর্ণের বলে ঠাট্টা করতো। প্রিয়াঙ্কার মতে, ভারতীয়দের মধ্যে ফর্সা গায়ের রঙ এর প্রতি এ দুর্বলতা আসলে তাদের 'ঔপনিবেশিক অতীত' থাকার ফল। তিনি বলেন, "ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভের পর ১০০ বছরও পার হয়নি, তাই এখনও ভারতীয়রা তাদের অতীত মুছে ফেলতে পারছে না। এটা এখন আগামী প্রজন্মের দায়িত্ব যে তারা এই 'সংযোগ' ছিন্ন করবে কিনা, যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম ফর্সা গায়ের রঙকে এতটা প্রাধান্য না দেয়।"
প্রিয়াঙ্কা জানান, আশেপাশের মানুষের নেতিবাচক কথা শুনতে শুনতে একসময় তিনি ভাবতেন যে তিনি যথেষ্ট সুন্দর নন। যদিও তার ধারণা ছিল যে ফর্সা অভিনেতা-অভিনেত্রীদের চাইতে তার নিজের অভিনয় কিছুটা হলেও ভালো।"
এই মুহূর্তে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ওয়েব সিরিজ 'সিটাডেল' মুক্তির অপেক্ষায় রয়েছে। গত ২ মার্চ ট্রেইলার মুক্তির কথা থাকলেও, গ্রিসে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে সিরিজের নির্মাতারা কিছুদিন সময় পিছিয়ে দিয়েছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া