‘পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব আছে’, মনে করেন স্পিলবার্গ
এলিয়েন এবং মানুষের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা কিংবা এলিয়েনদের অস্তিত্ব আদৌ আছে কিনা, তা নিয়ে যদি কোনো সিনেমা আমাদের ভাবায় তা স্টিভেন স্পিলবার্গের 'ই.টি'। অস্কারজয়ী এই মার্কিন পরিচালক 'ক্লোজ এনকাউন্টারস অব দ্য থার্ড কাইন্ড'ও পরিচালনা করেছেন। শুধুমাত্র সিনেমা নির্মাণের জন্যই নয়, বাস্তব জীবনেও পৃথিবী নামক গ্রহের বাইরেও প্রাণের সন্ধান নিয়ে বেশ উৎসুক স্পিলবার্গ।
সম্প্রতি 'শিন্ডলার'স লিস্ট' পরিচালক বলেছেন, তিনি বিশ্বাস করেন যে পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে। 'দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট'-এ একথা স্পষ্টভাবে জানিয়েছেন খ্যাতনামা এই পরিচালক।
কোলবার্টকে তিনি বলেন, "আমার মনে হয়, এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা মানুষেরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী তা ম্যাথমেটিক্যালিও সত্যি হওয়া সম্ভব না। এই মহাবিশ্বে আমরা একাই আছি বলে আমার মনে হয় না।"
স্পিলবার্গ আরো যোগ করেন, "আমি কখনো ইউএফও দেখিনি। কিন্তু যদি পারতাম! আমি এমন কিছু কখনোই দেখিনি যার ব্যাখ্যা আমি দিতে পারবো না। কিন্তু আমার বিশ্বাস, কেউ কেউ আছেন যারা 'এমন কিছু জিনিস' দেখেছেন, যেগুলোর ব্যাখ্যা তাদের কাছে নেই।
সম্প্রতি চীনা স্পাই বেলুনের পর আবারও আমেরিকার আকাশে ইউএফও বা অজ্ঞাত কিছু উড়ন্ত বস্তু দেখা যাওয়ার পর তা স্পিলবার্গের মধ্যে অন্য রকম আগ্রহ জন্ম দিয়েছে। তিনি মনে করেন, সরকারের মধ্যে এমন কেউ আছে যারা কিছু একটা লুকোচ্ছেন।
"আমি মনে করি, সাম্প্রতিক সময়ে যা দেখা যাচ্ছে সেগুলো খুবই চিত্তাকর্ষক! কিন্তু মনে হচ্ছে এক ধরনের গোপনীয়তার চাদরে এই বিষয়গুলো আড়াল করে রাখা হচ্ছে এবং স্বচ্ছতার অভাব রয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট এই জিনিগুলো জনসমক্ষে প্রকাশ নিশ্চিত না করবে। আমার মনে হয় এমন কিছু একটা চলছে যা আবিষ্কার করতে হলে শুধু যথাযথ অধ্যবসায় দরকার", বলেন স্পিলবার্গ।
সূত্র: মার্কা