'সুরারাই পত্রু'র হিন্দি রিমেক নিয়ে আসছেন অক্ষয় কুমার
দক্ষিণ ভারতের হিট সিনেমা 'সুরারাই পত্রু' এবার হিন্দিতে। জনপ্রিয় এই ছবিটির হিন্দি রিমেক নিয়ে হাজির হতে চলেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন অক্ষয়। তবে ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
হিন্দি রিমেকে অক্ষয় ছাড়াও রয়েছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, প্রমুখকে দেখা যাবে। আগামী ১ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অক্ষয় কুমার নিজে টুইটারে এই ছবির কথা ঘোষণা করে লেখেন, 'আমরা শুরু করার জন্য তৈরি। প্রোডাকশন নম্বর ২৭ (এখনও নাম ঠিক হয়নি ছবির) বিশ্বজুড়ে আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে। অভিনেতার শেয়ার করা পোস্টারে তার একটি অবয়বের সঙ্গে একটি প্লেনের ছবি দেখা যাচ্ছে।
এই ছবিটির প্রযোজনা করেছেন অরুণা ভাট, জ্যোতিকা, সুরিয়া এবং বিক্রম মালহোত্রা। যিনি 'সুরারাই পত্রু' ছবিটির পরিচালনা করেছিলেন, সেই সুধা কোঙ্গারাই এই ছবিটির পরিচালনা করবেন। ভারতের কম বাজেটে বিমানে চড়ার সুবিধা এনে দেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছিল 'সুরারাই পত্রু'।
ছবির পোস্টার শেয়ার করতেই অক্ষয়ের অনুরাগীরা উচ্ছ্বাস প্রকাশ করতে শুরু করেছেন। এদের মধ্যে একজন লেখেন, '১১ বছর পর আমি আমার আক্কি এবং পরেশ স্যারকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছি। এটাই যথেষ্ট কারণ এই ছবি দেখার জন্য।' আরেক ভক্ত লেখেন, 'সুরিয়া স্যারের ক্যামিওর জন্য অপেক্ষা করে আছি।'
'সুরারাই পত্রু' ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সুরিয়া। তার বিপরীতে তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা বালামুরলি। এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অপর্ণা। ছবিটি ২০২০ সালে মুক্তি পেয়েছিল। হিন্দি রিমেকে অপর্ণার জায়গায় রাধিকা মদনকে দেখা যাবে।
তবে একদিকে যতই অক্ষয় ভক্তরা তাঁর প্রশংসা করুক না কেন, আরেক দল কিন্তু তার সমালোচনা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অক্ষয় এখনও সেফ কেন খেলছেন? এই সময় তো তার লার্জার দ্যান লাইফ কোনো মুভি করার কথা। 'হেরা ফেরি ৩' ফারহাদ সামজি পরিচালনা করবেন। ফলে এখানেও কোনো আশা নেই। অক্ষয় মূলত নিজেকে শেষ করছেন। ওঁর এখন 'সূর্যবংশীর' মতো কোন ছবি করা উচিত।"
বিগত বেশ কয়েকটি ছবি ডাহা ফ্লপ করেছে অক্ষয়ের। এই ছবির হাত ধরে তার ক্যারিয়ারের গ্রাফের বদল হয় কিনা সেটাই এখন দেখার পালা।