‘করণ জোহরই বলিউডে প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছে’, বিস্ফোরক মন্তব্য কঙ্গনার
বলিউডে ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়েই হিন্দি সিনেমার জগত ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপরে মার্কিন গায়ক নিক জোনাসকে বিয়ে করার সাথে সাথে হলিউডেই নিজের অবস্থান আরও শক্ত করতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রিয়াঙ্কা। কিন্তু বলিউডে সাফল্যের চূড়ায় থেকেও কেন সেই অঙ্গন ছেড়ে দিলেন, সে প্রসঙ্গে কিছুদিন আগে মুখ খুলেছেন সাবেক মিস ওয়ার্ল্ড।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির 'রাজনীতি' দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তাকে 'এক কোণায় ঠেলে দেওয়া হয়েছিল'। প্রিয়াঙ্কার এই মন্তব্যে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত। প্রায়ই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য সুপরিচিত কঙ্গনা এবার প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার প্রসঙ্গেও বিস্ফোরক মন্তব্য করেছেন।
কঙ্গনা রানাওয়াত বলেছেন, বলিউড চলচ্চিত্র নির্মাতা করণ জোহরই প্রিয়াঙ্কা চোপড়াকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ করেছেন। ২০০৮ সালে 'ফ্যাশন' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন কঙ্গনা ও প্রিয়াঙ্কা। মঙ্গলবার সকালে 'কুইন' অভিনেত্রী টুইটারে লেখেন, "বলিউডকে নিয়ে এটাই বলার ছিল প্রিয়াঙ্কার… সবাই মিলে গ্যাং হয়ে তাকে কোণঠাসা করেছে, তাকে কটূক্তি করেছে এবং একজন স্বপ্রতিষ্ঠিত নারীকে এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় করে ছেড়েছে। এতা সবাই জানে যে করণ জোহর প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করেছিল।"
এরপর আরও একটি টুইটে কঙ্গনা লেখেন, "শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার বন্ধুত্ব থাকায় মিডিয়া করণ জোহরের সঙ্গে তার বিরোধকে ব্যাপকভাবে প্রচার করেছিল। অন্যদিকে মুভি মাফিয়ারা সবসময়ই বাইরে থেকে আসা অভিনেতা-অভিনেত্রীদের কোণঠাসা করার সুযোগ খুঁজতে থাকে, ফলে তারা পিসিকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার পারফেক্ট সুযোগ পেয়ে গিয়েছিল। তারা প্রিয়াঙ্কাকে এত বেশি হয়রানি করেছে যে শেষ পর্যন্ত তাকে ভারত ছাড়তে হয়েছে।"
করণ জোহরের দিকে ইঙ্গিত করে কঙ্গনা লেখেন, "এই জঘন্য, ঈর্ষান্বিত ও ক্ষতিকর লোকটাকে ফিল্ম ইন্ডাস্ট্রির সংস্কৃতি ও পরিবেশ নষ্ট করার জন্য দায়ী করা উচিত; এসআরকে (শাহরুখ) বা এবির (অমিতাভ বচ্চন) সময়কালে ইন্ডাস্ট্রির পরিবেশ বহিরাগতদের জন্য এতটা শত্রুভাবাপন্ন ছিল না। বহিরাগতদের হয়রানি করার দায়ে তার (করণ জোহর) গ্যাং ও মাফিয়া পিআর এর বিরুদ্ধে অভিযান চালানো উচিত।"
ড্যাক্স শেফার্ডের পডকাস্ট 'আর্মচেয়ার এক্সপার্ট'-এ কথা বলার সময় বড় রকম তথ্য প্রকাশ করেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী জানান, সেই সময়টা তিনি বলিউডে ভালো চরিত্রে কাজের অফার পাচ্ছিলেন না, অভ্যন্তরীণ রাজনীতির চাপে পড়েছিলেন এবং তখনই তার ম্যানেজার ও বন্ধু অঞ্জুলা আচারিয়া তাকে পশ্চিমে গিয়ে মিউজিক ক্যারিয়ার গড়ার জন্য চেষ্টা করতে বলেন।
প্রিয়াঙ্কা বলেন, "আমাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল বলিউডে, আমার সাথে অনেকেরই ঝামেলা ছিল, কিন্তু আমি ওসব গেম খেলায় পারদর্শী নই; আমি বলিউডের রাজনীতি দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেই।"
আমেরিকায় এসে পিটবুল ও আরও কিছু শিল্পীদের সঙ্গে মিলে কাজ করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সঙ্গীত নয়, বরং টিভি শো 'কোয়ান্টিকো' দিয়ে হলিউডে পরিচিত হন প্রিয়াঙ্কা। এই শো'তে অভিনয়ের জন্য টানা দুইটি পিপল'স চয়েস অ্যাওয়ার্ডস জিতেছেন প্রিয়াঙ্কা। আগামীতে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে 'সিটাডেল' সিরিজ ও হলিউডের 'লাভ অ্যাগেইন' ছবিতে।