পাঠকের ভোটে 'টাইম'র বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব শাহরুখ খান
২০২৩ সালের 'টাইম হান্ড্রেড পোল'-এ পাঠকের ভোটে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম পরিচালিত পাঠক জরিপের ফলাফলে মেসি-জাকারবার্গের মতো ব্যক্তিত্বদের পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন 'কিং খান'।
শাহরুখ খান ছাড়াও বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন অভিনেত্রী মিশেল ইয়ো, অ্যাথলেট সেরেনা উইলিয়ামস, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা।
টাইম-এর এই পোলে প্রায় ১.২ মিলিয়ন ভোট পড়েছে এবং এর মধ্যে ৪ শতাংশ ভোট পেয়েছেন শাহরুখ খান একা। বলিউডে অভিনয়ের মাধ্যমে শুরু করে অভিনেতা শাহরুখ খান দিন দিন নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। বলিউডের গণ্ডি ছাড়িয়ে তিনি এখন আন্তর্জাতিক তারকা। তিনি শুধুমাত্র অভিনেতাই নন, একজন প্রযোজকও। সেই সঙ্গে ক্রিকেটাঙ্গণেও রয়েছে তার সরব উপস্থিতি। তিনি নাইট রাইডারস গ্রুপের নারী ক্রিকেট দলের সহ-স্বত্বাধিকারী।
বলিউডের রোমান্টিক হিরো হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শাহরুখের ক্যারিয়ারে রয়েছে অগণিত হিট ছবি। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' থেকে শুরু করে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 'পাঠান'... বলিউডের বাদশাহ'র জয়রথ যেন চলছেই। বিশেষ করে গত জানুয়ারিতে 'পাঠান' ছবির মাধ্যমে বিশ্বব্যাপী সাড়া ফেলেছেন শাহরুখ। এছাড়াও, নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি জড়িত আছেন।
২ শতাংশ ভোট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন স্বাস্থ্যসেবা কর্মীরা, যারা করোনাভাইরাস মহামারির শুরু থেকেই সম্মুখসারিতে নিরলস কাজ করে গেছেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ১৮ মিলিয়ন কর্মী মহামারিকালে নিঃস্বার্থভাবে মানুষকে সহায়তা করেছেন।
দ্বিতীয় স্থানে আরও জায়গা করে নিয়েছেন নিজ দেশে নারী অধিকার ও স্বাধীনতার লক্ষ্যে লড়াই করা ইরানি নারীরা। হিজাব না পরায় ইরানে ২২ বছর বয়সী মাহসা আমিনিকে প্রথমে আটক করে পুলিশ এবং পরে পুলিশি হেফাজতে তিনি মৃত্যুবরণ করলে ইরানজুড়ে বিক্ষোভের ঝড় ওঠে। মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে ও নিজেদের স্বাধীনতা চেয়ে রাজপথে নেমে আসেন হাজারও নারী।
উল্লেখ্য যে, এই ইরানি নারীরা ২০২২ সালেও টাইম-এর 'হিরোস অব দ্য ইয়ার' সম্মানে ভূষিত হয়েছিলেন এবং গত বছর পাঠকদের ভোটেও 'পারসন অব দ্য ইয়ার' নির্বাচিত হয়েছিলেন।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান। সাসেক্সের ডিউক ও ডাচেস, দুজনেই পেয়েছেন ১.৯ শতাংশ ভোট। নিজের আত্মজীবনী 'স্পেয়ার' মুক্তির পর হইচই ফেলে দিয়েছিলেন হ্যারি। সেখানে নিজের মা প্রিন্সেস ডায়ানার মৃত্যু থেকে শুরু করে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু পর্যন্ত নানা ঘটনাবলি তিনি প্রকাশ করেছেন। েছাড়াও, আহত ও অসুস্থতদের জন্য 'ইনভিকটাস গেমস' নামক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতিষ্ঠা করেন হ্যারি।
অন্যদিকে, সাবেক অভিনেত্রী মেগান মার্কেল এখন পুরোদস্তুর মানবসেবী। নিজের পডকাস্টে তিনি জানিয়েছেন, তার লক্ষ্য এখন 'যে বিষয়গুলো নারীদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় সেগুলো অনুসন্ধান, ব্যবচ্ছেদ ও ধ্বংস করা'। তিনি ও হ্যারি মিলে আর্চওয়েল ফাউন্ডেশন ও আর্চওয়েল প্রোডাকশনস প্রতিষ্ঠা করেছেন (এটির সাথে নেটফ্লিক্সের পার্টনারশিপ আছে)।
পঞ্চম স্থানে আছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি; তিনি পেয়েছেন ১.৮ শতাংশ ভোট। ২০২২ সালের ডিসেম্বরে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানোর পর থেকেই জনপ্রিয়তার তুঙ্গে আছেন মেসি। সেই সঙ্গে সাতটি ব্যালন দ'অর এবং বিশ্বকাপে গোল্ডেন বল ও সম্প্রতি কনমেবল তাকে 'বিশ্ব ফুটবলের শাসক' হিসেবে ভূষিত করেছে।
টাইম ম্যাগাজিনের সম্পাদকদের পছন্দ অনুযায়ী তৈরি বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকাটি প্রকাশ করা হবে আগামী ১৩ এপ্রিল।