ভেঙে গেল টেইলর সুইফট-অ্যালউইনের ৬ বছরের সম্পর্ক
জনপ্রিয় মার্কিন গায়িকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের ইতি ঘটেছে। টেইলর সুইফটের এক ঘনিষ্ঠ সূত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র বলছে, দুই তারকা পারস্পরিক বোঝাপড়ায় কয়েক সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে তারা শুধু বন্ধু হিসেবেই থাকবেন। বিচ্ছেদ সম্পর্কে জানতে সিএনএন এর পক্ষ থেকে সুইফট ও অ্যালউইনের সাথে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
২০১৬ সালে সম্পর্কে জড়িয়েছিলেন এ দুই তারকা। গ্র্যামি পুরস্কারজয়ী সুইফট ও অ্যালউইন নিজেদের সম্পর্কের ব্যাপারে অনেকটা গোপনীয়তা বজায় রাখতেন। কিন্তু টেইলর তার গানের মাধ্যমে অ্যালউইনের সাথে সম্পর্ক নিয়ে প্রায়ই ইঙ্গিত দিয়েছিলেন।
২০২২ সালে সুইফটের 'মিডনাইট' নামের একটি অ্যালবাম বের হয়। চলতি বছরের জানুয়ারিতে ইন্সটাগ্রামে সুইফট জানান, অ্যালবামটির 'ল্যাভেন্ডার হেইজ' গানটি প্রেমিক জো অ্যালউইনকে নিয়ে গেয়েছেন।
পোস্টে সুইফট বলেন, "আপনি যখন প্রেমের বর্ণালি আভার মোহে থাকবেন, তখন সেখানে রয়ে যেতে আপনি যেকোনো কিছু করবেন। ওই অনুভূতিকে বিদায় জানানোর চাইতে সেখানে বাস করাই তখন শ্রেয় মনে হবে। যদিও তা মেঘের মতো শুধু বাষ্পে তৈরিও হতে পারে।"
গানটি নিয়ে সুইফট আরও বলেন, "আমার ৬ বছরের সম্পর্কে বহু গুজব ও অতিরঞ্জিত খবরের মুখোমুখি হতে হয়েছে। এই গানটি মূলত সেইসব বিষয়গুলোকে পাশ কাটিয়ে সত্যকে নিয়ে থাকার চেষ্টা।"
সুইফটের মিউজিক ক্যারিয়ারেও সঙ্গী হিসেবে ছিলেন অ্যালউইন। গায়িকার ২০২২ সালে প্রকাশিত 'মিডনাইটস' অ্যালবামের 'সুইট নাথিং' গানটি রচনায় সুইফটকে সহযোগিতা করেছেন ব্রিটিশ এ অভিনেতা।
এছাড়াও করোনা মহামারীর সময় সুইফটের প্রকাশিত 'ফোকলোর' ও 'এভারমোর' অ্যালবামের পেছনেও 'উইলিয়াম বোওরি' ছদ্মনামে সম্পৃক্ত ছিলেন অ্যালউইন। ২০২১ সালে 'ফোকলোর' গ্র্যামিতে বর্ষসেরা অ্যালবামের পুরস্কার পায়।
২০১৯ সালে গুঞ্জন শোনা যায় যে, এ দুই তারকা বিয়ে করেছেন। সুইফটের 'লাভার' গানের কথা থেকেই মূলত এ ধারণা করা হয়েছিল। এ সম্পর্কে তখন ওয়াল স্ট্রিট জার্নাল ম্যাগাজিনকে অ্যালউইন বলেন, "সত্যি বলতে, যদি এমনটা হয়ে থাকে তবে আমি সেটা জানাবো না। আর যদি এমন নাও হয়ে থাকে, সেটাও আমি জানাবো না।"