২৫ বছর পরেও রয়্যালটি চেক পাচ্ছেন ‘টাইটানিক’ এর শিশু শিল্পী
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত 'টাইটানিক' চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করা রিস থম্পসন জানিয়েছেন, ছবি মুক্তির পর ২৫ বছর পেরিয়ে গেলেও, এখনও তিনি ঐ চরিত্রে অভিনয়ের জন্য চেক পেয়ে আসছেন! খবর ইউএসএ টুডে'র।
অস্কারজয়ী চলচ্চিত্র 'টাইটানিক'-এ রিসের চরিত্রটি ছিল একটি আইরিশ পরিবারের পাঁচ বছর বয়সী ছেলের, যারা জাহাজের তৃতীয় শ্রেণীতে ভ্রমণ করছিল। 'টাইটানিক'-এর একটি অন্যতম করুণ দৃশ্য ছিল জাহাজ ডুবে যাচ্ছে; অন্যদিকে রিস, তার মা ও বোন পানির মধ্যে তাদের কেবিনেই শুয়ে আছে এবং মৃত্যুর প্রহর গুনছে, কারণ তারা লাইফবোটে জায়গা পাবে না।
ছবিতে রিসের চরিত্রটি ছিল খুবই ছোট, কিন্তু দৃশ্যটি দর্শকদের মনে দাগ কেটে যায়। রিস পর্দায় তার মায়ের ভূমিকায় থাকা নারীকে জিজ্ঞেস করে- 'আমরা কি করছি মা?' তখন তিনি উত্তর দেন: 'আমরা অপেক্ষা করছি। তাদের যখন উচ্চশ্রেণীর লোকেদের নৌকায় তোলা শেষ হবে, এরপরে আমাদের পালা। আমাদের তো তৈরি হয়ে থাকতে হবে, তাইনা?'
বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউটাতে একজন ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর হিসেবে কর্মরত রিস থম্পসন জানান, প্রতিনিয়ত রয়্যালটি চেক পাঠানোর মাধ্যমে তাকে এখনও 'টাইটানিক'-এ সেই ছোট্ট চরিত্রটিতে অভিনয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার নেটওয়ার্ক টেন-এ রিসকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "হ্যাঁ, আমি এখনও রয়্যালটি চেক পাই। এটা সত্য। কিন্তু শেষবার আমাকে এ নিয়ে জিজ্ঞাসা করার পর অনেক বছর ধরেই আমি আমার ঠিকানা আপডেট করিনি, তাই বিগত কয়েক বছরে চেকের দেখাও পাইনি। তবে আমার মনে হয়, এখনও চেক আসে।"
বিষয়টিকে রিস ব্যাখ্যা করেন এভাবে- "হ্যাঁ, এটা খুব কৌতূহলী একটা ঘটনা, মানুষের কাছে তা-ই মনে হয়। মানুষের এগুলো পড়তে মজা লাগে- তবে হ্যাঁ, মনে হয় যেন এটা বহু বহুকাল আগের একটা স্বপ্ন ছিল।"
তিনি আরও যোগ করেন, "কিছু কিছু জিনিস আমি বিশ্বাসই করতে পারি না যে ২৫ বছর পরেও এরকম হচ্ছে। কেউ কেউ আমার চেহারাও মিলানো শুরু করে দিয়েছে। এটা একটু অদ্ভুত।"
তবে এতদিনে নিশ্চয়ই অনেকে খেয়াল করেছেন যে রিস থম্পসন আসলে আইরিশ নন। তার দাবি, সিনেমায় তার ওই এক লাইনের ডায়লগ বলার আগে তিনি জানতেনও আইরিশ উচ্চারণ কেমন হয়।
"সত্যি বলতে কাস্টিং ডিরেক্টরের জন্য আমার চেহারা আইরিশদের মতো হওয়াটাই তখন যথেষ্ট ছিল। আমার একজন এজেন্টও ছিল, এভাবেই হয়তো কাজটা শুরু হয়েছিল", বলেন রিস।
তিনি আরও বলেন, "আমার মা আমাকে বলেছিলেন, তারা এখনও ঠিক করেনি যে ওই বাক্যটি কে বলবে। আমিও জানতাম না আইরিশ উচ্চারণ কেমন হয়, আমাকে যেভাবে ওরা নির্দেশনা দিয়েছে সেভাবেই সর্বোচ্চ ভালো কাজ করার চেষ্টা করেছি।"
আর 'টাইটানিক'-এর মতো কালজয়ী একটি চলচ্চিত্রে অভিনয় করে যে রিস থম্পসন কোনো ভুল করেননি তা নিশ্চিত। নিজের ঠিকানা আপডেট করলে হয়তো আবারও রয়্যালটি চেক পেতে শুরু করবেন তিনি।