থ্রিলার নির্মাণ করেই ফরাসি নির্মাতা ত্রিয়েতের হাতে উঠলো স্বর্ণপাম
৭৬তম কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার পাম দ'র তথা স্বর্ণপাম জিতে নিল ফরাসি নির্মাতা জাস্টিন ত্রিয়েতের 'অ্যানাটমি অব আ ফল'।
১৯৫৫ সালের পর কানের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে ত্রিয়েত এই সম্মাননা অর্জন করলেন।
সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে একজন লেখিকাকে ঘিরে, যাকে তার স্বামী হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়।
থ্রিলার ঘরানার সিনেমাটিতে মূল ভূমিকায় ছিলেন জার্মান অভিনেত্রী স্যান্ড্রা হুলার।
এদিকে পুরস্কার গ্রহণের সময় বিজয়ী বক্তব্যে ত্রিয়েত সাম্প্রতিক পেনশন বিক্ষোভের প্রতিক্রিয়ার জন্য ফরাসি সরকারের নিন্দা করেন।
হলিউড তারকা জেন ফন্ডার কাছ থেকে পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, "সে বিক্ষোভগুলো…মর্মান্তিকভাবে দমন করা হয়েছে।"
উল্লেখ্য, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দেশটির পেনশন ব্যবস্থার সংস্কারের সিদ্ধান্ত নিয়েছেন, যার আওতায় কর্মীদের অবসরের বয়স ৬২ থেকে ৬৪ করা হবে। তার এ সিদ্ধান্তে পুরো ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।
১৯৫৫ সালে ফেস্টিভ্যালের আয়োজক কমিটি কর্তৃক উৎসবের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পুরস্কার পাম দ'র সূচনা করা হয়।
এদিকে 'দ্য জোন অফ ইন্টারেস্টের' জন্য উৎসবের দ্বিতীয়-সর্বোচ্চ পুরস্কার গ্রাঁ প্রি গেছে ব্রিটিশ পরিচালক জোনাথন গ্লেজারের ঝুলিতে।
'পারফেক্ট ডেইজ' সিনেমাতে মধ্যবয়সী টয়লেট ক্লিনারের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জাপানের কোজি ইয়াকসু এবং 'অ্যাবাউট ড্রাই গ্রাসেস' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তুরস্কের মেরভি দিজদার।