কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ায় ইরানি পরিচালকের ৬ মাসের কারাদণ্ড
গত বছর নিজের সিনেমা নিয়ে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ায় বিখ্যাত ইরানি পরিচালক সাঈদ রুস্তায়ীকে কারাদণ্ড দিয়েছে ইরান সরকার।
গত বছরের ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সাঈদ পরিচালিত 'লেইলাস ব্রাদার্স' সিনেমাটি সর্বোচ্চ খ্যাতিসম্পন্ন পুরস্কার পাম ডি'অরের জন্য মনোনিত হয়। তেহরানের একটি পরিবারের অর্থনৈতিক জটিলতা ঘিরে নির্মিত এ সিনেমা।
ইরানি গণমাধ্যম অনুসারে, সিনেমাটি প্রচার ও 'ইসলামী শাসনের বিরোধীতাকারীদের প্রোপাগান্ডায় অংশ নেওয়া'র অভিযোগে সাঈদ রুস্তায়ী ও সিনেমার প্রযোজক জাভেদ নুরুজবেগিকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এএফপি জানিয়েছে, তাদের দুজনকেই ৯ দিনের মতো সাজা ভোগ করতে হবে। এছাড়া, আগামী পাঁচ বছর কোনো সিনেমা বানাতে পারবেন না তারা।
মন্তব্যের জন্য ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সিএনএন যোগাযোগ করলেও কোনো জবাব পাওয়া যায়নি।
সিনেমার পরিচালক ও প্রযোজককে কারাদণ্ডের এ খবর আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে; এ দলে আছেন আমেরিকান পরিচালক মার্টিন স্করসেসিও।
এর আগে ইরানে নিষিদ্ধ করা হয় 'লেইলাস ব্রাদার্স'। 'অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে নিয়ম ভঙ্গ করায়' নিষিদ্ধ করা হয় সিনেমাটি।
তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কানে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে 'লেইলাস ব্রাদার্স'। পাম ডি'অর না জিতলেও, সিনেমাটি কানে আরও দুটি পুরস্কার জিতেছে। পাশাপাশি মিউনিখ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে।
ইরানে সিনেমা নির্মাতাদের কারাদণ্ড দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ভিন্নমত প্রকাশের অভিযোগে ২০২২ সালের জুলাইতে ইরানের দুই চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রসুলফ ও মোস্তফা আল-আহমাদকে আটক করে দেশটির সরকার।
একই মাসে আরেক নামকরা পরিচালক জাফর পানাহিকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ রসুলফের খোঁজ নিতে প্রসিকিউটর অফিসে গিয়েছিলেন জাফর। সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পান তিনি।