‘স্ত্রী বলেছিল, টাকার জন্য ছবি করা বন্ধ করো’: মনোজ বাজপেয়ী
ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রির একজন অন্যতম গুণী অভিনেতা মনোজ বাজপেয়ী। এই মুহূর্তে তিনি তার চলচ্চিত্র 'সিরফ এক বান্দা হি কাফি হ্যায়' এর প্রচারণায় ব্যস্ত। সম্প্রতি মনোজ জানিয়েছেন, তার স্ত্রী শাবানা রাজা একবার তাকে বলেছিলেন 'টাকার জন্য সিনেমায় কাজ করা বন্ধ করতে'। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।
কিন্তু মনোজ বাজপেয়ীর স্ত্রীর এমনটা বলার কারণ কী? অভিনেতা জানান, অতীতে একবার তার অভিনীত একটি 'খারাপ চলচ্চিত্র' দেখে তার স্ত্রী খুবই 'অপমানিত' বোধ করেছিলেন। পর্দায় নিজের স্বামীকে অন্য নায়িকার সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখে খারাপ লেগেছিল তার স্ত্রীর।
তবে মনোজ বাজপেয়ী সেই ছবিটির নাম উল্লেখ করেননি। অভিনেতা জানান, তার স্ত্রী শাবানা সিনেমা হলে গিয়েছিলেন ছবিটি দেখতে। তার পেছনে বসে কয়েকজন মেয়ে মনোজকে নিয়ে মজা করছিল। এরপরেই শাবানা তাকে কল দিয়ে বলেন, "এটা খুবই বাজে একটা সিনেমা। টাকার জন্য এসব সিনেমা করা বন্ধ করো। আমাদের এতটাই টাকার প্রয়োজন নেই যে তোমাকে এসব ছবি করতে হবে। সিনেমা হলে বসেই আমার ভীষণ অপমানিত বোধ হয়েছে। আর কখনো এমন করো না প্লিজ!"
শাবানা তাকে আরও বলেছিলেন, "তুমি ভালো গল্পে, ভালো চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করতে পারো, সে ধরনের সিনেমা বেছে নাও। এসব বাজে সিনেমা নয়, তোমার আর কোনোকিছু প্রমাণ করতে হবে না।"
জেনিস সিকুইরাকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মনোজ। অভিনেতা জানান, স্ত্রীর কাছে 'বকুনি' খেলেও, সেটাই তার জন্য অনেক বড় একটা উপদেশ ছিল।
'গ্যাংস অব ওয়াসিপুর', আলীগড়, 'ফারজি', 'সত্যমেভ জয়তে'র মতো সিনেমাগুলোতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী। সাক্ষাৎকার যিনি নিচ্ছেন, তিনি স্বীকার করে নেন যে 'সত্যমেভ জয়তে' দেখতে গিয়ে তিনি হল ছেড়ে বেরিয়ে এসেছেন। কিন্তু মনোজ পাল্টা তাকে বলেন, "কিন্তু আপনি টাকা দিয়ে টিকিট তো কিনেছেন!"
মনোজ বাজপেয়ী নিজেও স্বীকার করেন যে, 'সত্যমেভ জয়তে'র ক্লাইম্যাক্স দৃশ্য দেখার সময় তার স্ত্রী শাবানা রাজাও হেসে গড়িয়ে পড়েছিলেন! যদিও দৃশ্যগুলো হাস্যকরভাবে তৈরি করা হয়নি।
"আমি শাবানাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন সে হাসছে। তখন সে উত্তর দিয়েছিল- তুমি যেভাবে অভিনয় করেছো তা আমার কাছে বেশ মজা লেগেছে।"