প্রিয়াঙ্কা ও কোহলির সঙ্গে অ্যাডভেঞ্চারে যেতে চান বেয়ার গ্রিলস, চলছে আলোচনা
কোনোকিছুর পরোয়া না করে বনে-জঙ্গলে উদ্দাম অ্যাডভেঞ্চারে মেতে ওঠার আরেক নাম বেয়ার গ্রিলস। এই ব্রিটিশ অভিযাত্রী, টেলিভিশন প্রেজেন্টার ও লেখক তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় নাম। তার রোমাঞ্চকর টিভি সিরিজ 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' একবার হলেও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
বেয়ার গ্রিলস ইতোপূর্বে অনেক বিখ্যাত ব্যক্তিকেই নিজের শো 'রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস'-এ নিমন্ত্রণ করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রণবীর সিং, রজনীকান্ত ও অক্ষয় কুমারের মতো ভারতীয় অভিনেতারাও গিয়েছেন তার শো'তে। তবে গত বছর হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বেয়ার গ্রিলস প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির মতো আন্তর্জাতিক তারকাদের তার সঙ্গে অ্যাডভেঞ্চারে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার এই দুঃসাহসী অভিযাত্রী জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই এই দুই তারকার সঙ্গে কথা বলেছেন।
বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত বেয়ার গ্রিলস বলেন, "আমি এ ব্যাপারে আশাবাদী। অনেক কিছুই ঘটছে। আমরা পরিকল্পনা করতে কাজ করছি। এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত সবকিছু সঠিক পথেই এগোচ্ছে।"
৪৮ বছর বয়সী এই ব্রিটিশ অভিযাত্রী বলেন, "আমাদের পরবর্তী শো'তে বিরাট কোহলির পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া হবে নাম্বার ওয়ান তারকা। তারা দুজনেই সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠার মতো ব্যক্তিত্ব। সারা বিশ্বের অসংখ্য মানুষ তাদের ভালোবাসে। তাই তাদের গল্প শোনা এবং তাদের এই যাত্রা সম্পর্কে জানতে পারা আমার এবং বাকি সব দর্শকদের জন্য সৌভাগ্যের ব্যাপার হবে।"
বেয়ার গ্রিলসকে তার আগামী প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কয়েক মাসের মধ্যেই বিশেষ কিছু একটার শ্যুটিং এর জন্য আবারও ভারতে আসবেন তিনি। তবে এর সঙ্গে প্রিয়াঙ্কা ও বিরাট কোহলির কোনো সম্পর্ক আছে কিনা তা জানাননি বেয়ার গ্রিলস।
বিগত বছরগুলোতে বেয়ার গ্রিলস একাধিকবার ভারতে গিয়েছেন। কলকাতা ও দার্জিলিং ভ্রমণ করেছেন তিনি। 'ওয়ার জোন: বেয়ার গ্রিলস মিটস প্রেসিডেন্ট জেলেনস্কি'-এ তিনি স্বীকার করেছিলেন যে ভারত সম্পর্কে তার হৃদয়ে বিশেষ অনুরাগ আছে।
"আমি যখন প্রথম ভারত ভ্রমণ করি তখন আমার বয়স ছিল ১৮ বছর। ঐ বছরেই আমি প্রথম মাউন্ট এভারেস্ট দেখি। এটা আমার জীবনে একটা নতুন দুয়ার খুলে দিয়েছিল। এর জন্য আমি ভারতের প্রতি চিরকৃতজ্ঞ। তাই আমি বারবার এখানে ফিরে আসতে এবং এখানে শো করতে ভালোবাসি।"