নতুন ‘স্টার ওয়ারস’ সিনেমা আনবে ডিজনি, পিছিয়ে গেল ‘অ্যাভাটার’ এর সিক্যুয়েল মুক্তির তারিখ
আগামী কয়েক বছরের জন্য সিনেমা মুক্তির ক্যালেন্ডার পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে ডিজনি। নিজেদের প্রোডাকশন সময়সূচিতে নতুন একটি 'স্টার ওয়ারস' এবং লাইভ-অ্যাকশনধর্মী 'মোয়ানা' চলচ্চিত্র যোগ করার ফলে আরও অনেক ছবি মুক্তি পিছিয়ে দিতে হচ্ছে প্রযোজনা সংস্থাটিকে। এমনকি জনপ্রিয় চলচ্চিত্র 'অ্যাভাটার' সিরিজের তিনটি চলচ্চিত্র এক বছর পিছিয়ে দিতে হবে তাদেরকে। আরও স্পষ্টভাবে বলতে গেলে, প্যান্ডোরা গ্রহে পঞ্চমবারের মতো ভ্রমণের দৃশ্য দর্শকরা দেখতে পাবেন এখন থেকে আট বছর পর, ২০৩১ সালে।
জানা গেছে, ডিজনির শিডিউল অনুযায়ী ২০২৫ সালের ২৭ জুন লাইভ-অ্যাকশনধর্মী 'মোয়ানা' চলচ্চিত্র মুক্তি পাবে। 'ডেডপুল ৩' মুক্তির তারিখ ২০২৪ সালের ৮ নভেম্বর থেকে এগিয়ে ২০২৪ সালের ৩ মে-তে নিয়ে আসা হয়েছে। এখনও নাম ঠিক করা হয়নি, এমন একটি 'স্টার ওয়ারস' চলচ্চিত্র মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০২৬ সালের ১৮ ডিসেম্বর।
অন্যদিকে, 'অ্যাভাটার ৩' মুক্তি পেতে যাচ্ছে ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এবং 'অ্যাভাটার ৪' মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। সবশেষ 'অ্যাভাটার ৫' মুক্তির তারিখ ধার্য করা হয়েছে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর। জেমস ক্যামেরন পরিচালিত ২০০৯ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র 'অ্যাভাটার' মুক্তির ২২ বছর আসবে এই সিরিজের সর্বশেষ সিনেমাটি।
এর বাইরে মার্ভেল সিনেমাগুলোতে ব্যাপক রদবদল করা হয়েছে। 'ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড' মুক্তির তারিখ পিছিয়ে ২০২৪ সালের ৩ মে থেকে একই বছরের ২৬ জুলাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর ফলে আবার 'থান্ডারবোল্টস' মুক্তির তারিখ চলে গিয়েছে একই বছরের ৩০ ডিসেম্বরে। 'ব্লেড' মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি এবং 'ফ্যান্টাস্টিক ফোর' মুক্তি পাবে ঐ একই বছরের ২ মে।
বহুল প্রতীক্ষিত 'অ্যাভেঞ্জারস: দ্য ক্যাং ডায়নেস্টি' পুরো এক বছর পিছিয়ে মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে। এর ফলে আবার 'অ্যাভেঞ্জারস: সিক্রেট ওয়ারস' মুক্তির তারিখও পিছিয়ে গেলে এক বছর। ফলে এটি মুক্তি পাবে ২০২৭ সালের ৭ মে।
তবে শিডিউলে ব্যাপক পরিবর্তন এলেও, একের পর এক সিনেমা মুক্তির খবর দেওয়ার মাধ্যমে দর্শকদের আশান্বিত করে রেখেছে ডিজনি। প্রসঙ্গত, রিডলি স্কটের প্রযোজনায় ও ফেড আলভারেজের পরিচালনায় নতুন 'এলিয়েন' চলচ্চিত্রটি মুক্তি পাবে ২০২৪ সালের ১৬ আগস্ট।
প্রোডাকশনে দেরি এবং রাইটারস গিল্ড অব আমেরিকার চলমান ধর্মঘট এই গোটা শিডিউল পরিবর্তনের জন্য আংশিকভাবে দায়ী। সম্প্রতি 'ব্লেড' এবং 'থান্ডারবোল্ট' সিনেমার কাজ থামিয়ে রেখেছে ডিজনি। ফলে এর প্রভাব পড়েছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স-এর বাকি সিনেমাগুলোর উপরেও।
আর 'অ্যাভাটার' এর ক্ষেত্রে একটি ছবির পর আরেকটি ছবি মুক্তির মাঝে যে সময় রাখা হয়েছে, সেসময় পোস্ট-প্রোডাকশন এবং ভিজুয়াল ইফেক্টের কাজ করা সহজ হবে এবং প্যান্ডোরাকে ঘিরে এর বিভিন্ন বাস্তুতন্ত্রের বিষয়টি নিয়ে আরও বড় পরিসরে কাজ করা সম্ভব হবে।
প্রযোজক জন লানডাউ বলেন, "অ্যাভাটার-এর প্রতিটি সিনেমাই দারুণ উত্তেজনাকর এবং মহাকাব্যিক; ফলে আমরা যেই মান বজায় রেখে সিনেমাগুলো বানাতে চাই এবং দর্স্ক যা প্রত্যাশা করে, সে অনুযায়ী নির্মাণ করতে সময় লেগে যায়। আমাদের টিম কঠোর পরিশ্রম করছে এবং ২০২৫ সালের ডিসেম্বরে দর্শকদের প্যান্ডোরায় ফিরিয়ে নেওয়ার জন্য আমরাও মুখিয়ে আছি।"