'পরবর্তী উপন্যাসের কাজ চলছে', জানালেন 'গেম অব থ্রোনস'র লেখক জর্জ আর. আর. মার্টিন
আমেরিকান ঔপন্যাসিক জর্জ আর. আর. মার্টিন বলেছেন, তিনি প্রায় প্রতিদিনই 'আ সং অব আইস অ্যান্ড ফায়ার' সিরিজের ষষ্ঠ উপন্যাস 'দ্য উইন্ডস অব উইন্টার' লেখার পেছনে সময় ব্যয় করছেন। মার্টিনের এই উপন্যাসের সিরিজ থেকে অনুপ্রাণিত হয়েই নির্মিত হয়েছে এইচবিও'র বিখ্যাত 'গেম অব থ্রোনস' সিরিজ।
সম্প্রতি একটি ব্লগ পোস্টে হলিউডের লেখক-অভিনেতাদের ধর্মঘটের বিষয়টির আলোকে মার্টিন জানিয়েছেন, তিনি কোন কোন টিভি প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন। এসময়ই নতুন উপন্যাস লেখার খবরটি জানান ৭৪ বছর বয়সী এই লেখক।
মার্টিন 'গেম অব থ্রোনস' এর প্রিকুয়েল সিরিজ 'হাউজ অব দ্য ড্রাগন' এবং এএমসি'র 'ডার্ক উইন্ডস'-এর নির্বাহী প্রযোজক।
হলিউডের ধর্মঘটে ইন্ডাস্ট্রিতে অনেক বাধাবিপত্তি এলেও, তাতে অবশ্য মার্টিনের উপন্যাস লেখা থেমে যায়নি। বরং কিভাবে সিরিজের ষষ্ঠ উপন্যাসটি সবার সামনে নিয়ে আসবেন সে ব্যাপারে কিছু তথ্য শেয়ার করেছেন তিনি।
ব্লগে তিনি লেখেন, "আর হ্যাঁ, আমি 'দ্য উইন্ডস অব উইন্টার' নিয়ে কাজ করছি। প্রায় প্রতিদিনই। লিখছি, আবার লিখছি, সম্পাদনা করছি, আবার আরেকটু লিখছি। এভাবেই লেখার কাজ এগিয়ে চলেছে।"
'আ সং অব আইস অ্যান্ড ফায়ার' সিরিজের সর্বশেষ উপন্যাস 'আ ডান্স উইথ ড্রাগন' প্রকাশিত হয়েছিল ১২ বছর আগে। ২০১১ সালের জুলাইয়ে প্রকাশ পেয়েছিল এটি। আর সেই একই বছরে এইচবিও সেই গল্প অবলম্বনে টিভি সিরিজ সম্প্রচার শুরু করে।
নিজের পুরনো একটি ব্লগ পোস্টে মার্টিন লিখেছিলেন, ২০১০ সালের জুনের মধ্যেই তিনি 'দ্য উইন্ডস অব উইন্টার'-এর চার অধ্যায় লিখে শেষ করেছিলেন। অর্থাৎ, গত ১৩ বছর ধরে এই বই লিখছেন মার্টিন!
এর আগে তিনি এই সিরিজের সপ্তম বই 'আ ড্রিম অব স্প্রিং' লেখার পরিকল্পনা আছে বলেও ঘোষণা দিয়েছিলেন।
তবে মার্টিন এই সিরিজ শেষ করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে। কারণ এর আগে একবার এই লেখক বলেছিলেন, এইচবিওর সিরিজ তাকে ধরে ফেলার আগেই তার বই লেখা শেষ হবে।
কিন্তু বাস্তবে তা হয়নি। 'গেম অব থ্রোনস'-এর অষ্টম ও চূড়ান্ত সিজন সম্প্রচারিত হয় ২০১৯ সালে, যেটির সমাপ্তি অংশ লিখেছিলেন ডেভিড বেনিঅফ এবং ডব্লিউ. বি. ওয়াইস। কিন্তু তাদের লেখা পরিসমাপ্তি দর্শকদের এতই অপছন্দ হয়েছিল যে সেই দৃশ্য পুনরায় শ্যুট করার দাবি জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছিলেন এক মিলিয়নের বেশি ভক্ত!
এদিকে 'গেম অব থ্রোনস' এর জনপ্রিয়তা আকাশচুম্বী হওয়ার সাথে সাথে হঠাত করে একজন বিশ্বখ্যাত লেখক হয়ে যাওয়ার আনন্দ ও নতুন দায়িত্বের সঙ্গে পাল্লা দিয়ে বই লেখা শেষ করতে পারেননি মার্টিন।
এই যেমন, ২০১৬ সালের দিকে 'দ্য উইন্ডস অব উইন্টার' সম্পর্কে আপডেট দেওয়া হঠাৎ বন্ধ করে দিয়েছিলেন মার্টিন। কিন্তু ২০২০ সাল থেকে আবার ভক্তদের নিয়মিত আপডেট দিতে শুরু করেন তিনি।
২০২১ সালের ফেব্রুয়ারিতে মার্টিন জানিয়েছিলেন, কোভিড-১৯ লকডাউনের সময় তিনি এই বইয়ের জন্য শত শত পৃষ্ঠা লিখেছেন।
এই লেখকের ভাষ্যে, "দ্য উইন্ডস অব উইন্টার লেখা শুরুর পর থেকে ওটাই ছিল সেরা বছর। কেন? আমি ঠিক জানিনা। হয়তো আইসোলেশনের জন্য। অথবা তখন হয়তো আমার কাজের গতি বেড়ে গিয়েছিল। তবে এখনো উপন্যাসটিকে মনের মতো করে সমাপ্তি দিতে আরও কয়েকশো পৃষ্ঠা লিখতে হবে আমাকে। ২০২১ সালটা এর জন্যই হবে আশা করি।"
কিন্তু ২০২৩ সাল চলে এলেও, এখনো মার্টিনের লেখা শেষ হয়নি বলেই খবর। বইটি কবে প্রকাশিত হবে সেই দিনক্ষণও জানাননি মার্টিন।