‘গেম অব থ্রোনস’-এর শেষ সিজন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল: কিট হ্যারিংটন
রাজপরিবারের সিংহাসন দখলের জন্য অভিজাত পরিবারগুলোর লড়াই নিয়ে তৈরি জনপ্রিয় টিভি সিরিজ 'গেম অব থ্রোনস'। জর্জ আর. আর. মারটিনের কল্পকাহিনি নির্ভর উপন্যাস অবলম্বনে এইচবিও নির্মিত সিরিজটি আট বছর ধরে দর্শকদের আনন্দের খোরাক জুগিয়েছে।
তবে শেষ সিজনে এসে আশাহত হন দর্শকরা, সিজনের শেষ পর্বে টারগারিয়ান রাজপরিবারের শেষ উত্তরসূরি ডেনেরিস টারগারিয়ানের মৃত্যু মেনে নিতে পারেননি অনেকে। শেষ সিজন নিয়ে নির্মাতাদের দিকে সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে আসে। মুভি রেটিং ওয়েবসাইট আইএমডিবিতেও পুরো সিরিজের সবচেয়ে কম রেটিং পাওয়া পর্ব ছিল এটি।
'গেম অব থ্রোনস'-এর সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির একটি জন স্নো। এই চরিত্রে অভিনয় করে কিট হ্যারিংটনও পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। তবে শেষ পর্ব প্রচারিত হওয়ার পাঁচ বছর পর সিরিজ সম্পর্কে নতুন তথ্য দিলেন এ তারকা।
জিকিউ ম্যাগাজিনের একটি সাক্ষাৎকারে হারিংটন স্বীকার করেছেন যে, ২০১৯ সালের মে মাসে প্রচার হওয়া সিরিজের অষ্টম এবং শেষ সিজন তাড়াহুড়ো করে শেষ করা হয়েছিল।
হ্যারিংটন বলেন, 'আমার মনে হয় গল্পের দিক থেকে শেষের দিকে বেশ ভুল হয়েছে। কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছিল যা ঠিকমতো কাজে লাগেনি'।
'সিরিজের শেষের দিকে এসে আমরা সবাই-ই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আমাদের পক্ষে আর সিরিজটি সামনে এগিয়ে নেয়া সম্ভব ছিল না। অনেকেই মনে করছেন আমরা তাড়াহুড়ো করেছি, তাদের সাথে আমি একমত। কিন্তু আমাদের কাছে আর কোনো বিকল্প পথ খোলা ছিল না', বলেন তিনি।
২০১৯ সালে গেম অব থ্রোনসের শেষ সিজন এইচবিওতে সম্প্রচারিত হয়। সম্প্রচারের পর থেকেই নানা কারণে এটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে।
সবচেয়ে বড় অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে জটিল গল্প এবং চরিত্রগুলো তৈরি করে দর্শকদের মাঝে আকর্ষণ তৈরি করা হলেও, শেষের দিকে এসে গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মাত্র ছয়টি পর্বে শেষ করা হয়েছিল।
অনেক ভক্তদের দাবি, এমিলিয়া ক্লার্কের ডেনেরিস টারগেরিয়ানের মতো প্রধান চরিত্রগুলোর শেষটা ভালোভাবে হয়নি।
হারিংটন বলেন, 'সবাই তাদের মতামত প্রকাশ করতে পারেন, তবে দলের সদস্যরা ১০ বছর ধরে সিরিজের শুটিং করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। শেষ সিজনের আমার নিজের ছবি দেখলে ক্লান্ত এবং নিঃশেষ মনে হয়। আমার পক্ষে আরও একটি সিজন চালিয়ে যাওয়ার শক্তি ছিল না'।
'আমি যখন শুরু করেছিলাম তখন সবাই গেম অব থ্রোনস অনেক পছন্দ করত, কিন্তু আমি যখন বেরিয়ে এলাম সবাই ঘৃণা করতে শুরু করেছিল… আমি ভাবছিলাম, আসলে হচ্ছেটা কী?', বলেন হ্যারিংটন।
অভিনেতা জন স্নো চরিত্রকে কেন্দ্র করে তৈরি হওয়া স্পিন-অবসিরিজ নিয়েও কথা বলেছেন এ অভিনেতা। জানালেন সিরিজটি এখন আর তৈরি হচ্ছে না।
২০২২ সালের জুনে গণমাধ্যমে বলা হয়েছিল, এইচবিও জন স্নো চরিত্রের একটি স্পিন-অব সিরিজ তৈরি করছে এবং হ্যারিংটনকে সেই চরিত্রে ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোচনা চলছে। তবে, এই বছরের এপ্রিল মাসে এসে হ্যারিংটন জানান, আপাতত এই সিরিজে তার কাজ করার কোনো সম্ভাবনা নেই।
হ্যারিংটন বলেন, এইচবিও কর্তৃপক্ষ যখন তার কাছে স্পিন-অব সিরিজটির অফার নিয়ে আসে তখন শুরুতেই তিনি তাদের 'না' বলে দেন। কিন্তু পরে কোনো কারণে তিনি রাজি হন।
তিনি বলেন, যুদ্ধের পর ক্যাসেল ব্ল্যাকে জন স্নো-এর সৈনিক জীবন সম্পর্কে এটি একটি আকর্ষণীয় গল্প হতে পারত। আমরা দুই বছর ধরে এটি নিয়ে কাজ করেছি, কিন্তু কেউ-ই গল্প নিয়ে সন্তুষ্ট হতে পারিনি। শেষে এই সিরিজের পরিকল্পনা থেকে সরে আসি আমরা।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন