নোলানের 'ওপেনহাইমার' সিনেমায় ভুল খুঁজে বের করলেন শ্যেনদৃষ্টির দর্শক!
হলিউড চলচ্চিত্র নির্মাতা ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' নিয়ে মেতে রয়েছে দুনিয়া। গত ২১ জুলাই মুক্তিপ্রাপ্ত এই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা, প্রশংসায় মুখর গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া। পারমাণবিক বোমার জনক হিসেবে পরিচিত জে. রবার্ট ওপেনহাইমারের জীবন ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিটিতে। আর নোলানের ছবি মানেই যে বিশেষ ক্যারিশমা, তা কে না জানে! কিন্তু সাড়া জাগানো ছবি 'ওপেনহাইমার'-এর একটি দৃশ্যেও ভুল খুঁজে পেয়েছেন এক দর্শক! কী সেই ভুল?
'ওপেনহাইমার' চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন কিলিয়ান মার্ফি। তিনটি আলাদা আলাদা সময়রেখার পরিপ্রেক্ষিতে এই সিনেমার গল্প বলা হয়েছে।ওপেনহাইমারের প্রাথমিক জীবন এবং এ-বম্ব নিয়ে কাজ করার দৃশ্যের সাথে একত্রিত করা হয়েছে ১৯৫৪ সালের নিরাপত্তা শুনানির সময়কালের দৃশ্য এবং ১৯৫৯ সালের লুইস স্ট্রাউসের (রবার্ট ডাউনি জুনিয়র অভিনীত) ইউএস কনফার্মেশন শুনানির দৃশ্য।
সিনেমায় ওপেনহাইমারের চরিত্র ফুটিয়ে তোলা নিয়ে অনেকেই ব্যাপক প্রশংসা করেছেন, কিন্তু জনৈক দর্শক একটি ভুল খুঁজে বের করেছেন ১৯৪৫ সালের পটভূমিতে তৈরি একটি দৃশ্যে।
জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর যখন ওপেনহাইমারকে বক্তৃতা দিতে ডাকা হয়, তখন উৎসাহী জনতার ভিড়ে অনেকের হাতেই ছিল যুক্তরাষ্ট্রের পতাকা। ওই দৃশ্যের ছবি যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে অ্যাড্রু আর ক্রেইগ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, "সবই ঠিক ছিল, কিন্তু আমি সেই একজন যে কিনা ১৯৪৫ সালের পটভূমিতে ৫০টি তারকাসম্বলিত পতাকা ব্যবহার করার বিষয়টি নিয়ে আপত্তি জানাবো।"
উল্লেখ্য যে, ১৯৬০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০টি তারকা রয়েছে। কিন্তু ১৯১২ সালের ৪ জুলাই থেকে ১৯৫৯ সালের ৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের পতাকায় তারকা ছিল ৪৮টি। যদিও, সিনেমার অন্য সব জায়গায় ৪৮ তারকাসম্বলিত পতাকাই ব্যবহার করা হয়েছে।
তবে এই দর্শকের ভুল খুজে বের করার জবাবে অনেকেই যুক্তি দিয়েছেন যে, সিনেমায় এই ভুলটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং ওপেনহাইমারের স্মৃতিকে সূক্ষ্ণভাবে প্রকাশ করা হয়েছে।
তারা লিখেছেন, "ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই ভুলটা ইচ্ছাকৃত। কারণ রঙিন দৃশ্যগুলো ওপেনহাইমারের দৃষ্টিভঙ্গি থেকে তুলে ধরা হয়েছে, যা ছিল তার বর্তমানের স্মৃতি, আর সেটা ৫০টি তারকা সম্বলিত পতাকা ব্যবহার আরম্ভের পরের সময়েরই।"
গ্রেটা গেরউইগের 'বার্বি' মুক্তি পাওয়ার একই দিনে মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'। দুটি ছবি মিলে এবছরে বক্স অফিসে সবচেয়ে বড় ঝড় তুলেছে।