১৮ বছর পর আসছে রোলিং স্টোনসের নতুন অ্যালবাম 'হ্যাকনি ডায়মন্ডস'
দীর্ঘ ১৮ বছর পর নিজেদের নতুন অ্যালবাম মুক্তির ঘোষণা দিয়েছে জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ড দ্য রোলিং স্টোনস। এর আগে ২০০৫ সালে ব্যান্ডটির সর্বশেষ স্টুডিও অ্যালবাম মুক্তি পায়। সেইসঙ্গে, ড্রামার চার্লি ওয়াটসের মৃত্যুর পরে এটিই তাদের প্রথম অ্যালবাম। মুক্তির অপেক্ষায় থাকা অ্যালবামটির নাম 'হ্যাকনি ডায়মন্ডস'। খবর বিবিসির।
'হ্যাকনি ডায়মন্ডস'-এ ১২টি ট্র্যাক থাকবে এবং এটি মুক্তি পাবে আগামী ২০ অক্টোবর। তার আগে মুক্তি পেয়েছে 'অ্যাংগ্রি' শিরোনামের একটি একক গান।
বুধবার (৬ সেপ্টেম্বর) লন্ডনের হ্যাকনিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন অ্যালবামের কথা জানান কেইথ রিচার্ডস, রনি উড এবং স্যার মিক জ্যাগার।
অনুষ্ঠানে রিচার্ডস বলেন, "চার্লির মৃত্যুর পর থেকে সবকিছু পাল্টে গেছে, সে ছিল নাম্বার ফোর। আমরা তাকে মিস করি।" তবে তিনি জানান, নতুন এই অ্যালবামে স্টিভ জর্ডান থাকবেন চার্লির জায়গায়। রিচার্ডস জানান, ড্রামার হিসেবে জর্ডানকে তারা বহুদিন ধরে চেনেন এবং এবারের গ্রীষ্মেও তাদের ট্যুরে তিনিই চার্লির শূন্যস্থান পূরণ করেছেন।
"চার্লির আশীর্বাদ ছাড়া আমাদের এই যাত্রাটা খুবই কঠিন ছিল", বলেন রিচার্ডস। তবে তিনি এও জানান, চার্লিই ব্যান্ডকে বলে গিয়েছিলেন যে, তার অবর্তমানে যেন জর্ডানকেই দায়িত্ব দেওয়া হয়।
চার্লি ওয়াটস গলার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২১ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। ব্যান্ডের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ট্যুরের কিছুদিন আগেই তিনি মারা যান।
মিক বলেন, "এই অ্যালবামে ১২টি ট্র্যাক রয়েছে। বেশিরভাগেই ড্রামার হিসেবে ছিলেন স্টিভ জর্ডান, তবে দুটি ট্র্যাক ২০১৯ সালেই চার্লিকে নিয়ে রেকর্ড করা হয়েছিল।"
এদিন হ্যাকনিতে 'অ্যাংগ্রি' শিরোনামের গানটিরও প্রিমিয়ার হয়েছে। অনেকেই গানটির বেশ প্রশংসা করেছেন। ফাইভ-স্টার রিভিউ দিয়ে সংবাদমাধ্যম টেলিগ্রাফ-এর নিল ম্যাককর্মিক এই গানটিকে দ্য রোলিং স্টোনসের গত ৪০ বছরের সেরা একক গান হিসেবে অভিহিত করেছেন।
অ্যালবামের রেকর্ডিং এর বিষয়ে উড এই প্রোগ্রামের উপস্থাপক জিমি ফ্যালনকে বলেন, "আমরা আসলে এটা দ্রুতই শেষ করতে পেরেছি। অনেক অনেক আইডিয়া এসেছিল, আমরা গত ক্রিসমাসের আগেই মাত্র সেগুলোকে একত্র করেছি এবং শেষ পর্যন্ত অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি।"
উল্লেখ্য যে, তাদের এই রেকর্ডে থাকছেন লেডি গাগা; সেইসঙ্গে পল ম্যাককার্টনি এবং স্টিভি ওন্ডারের মতো তারকারা থাকবেন বলেও শোনা যাচ্ছে।