ছুরিকাঘাতে দক্ষিণ কোরিয়ার পপতারকা কিউহিউন আহত
দক্ষিণ কোরিয়ার কে-পপ তারকা কিউহিউন এক নারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সিউলের একটি থিয়েটারের ড্রেসিং রুমে ঢুকে ওই নারী তাকে ছুরিকাঘাত করেন। অভিযুক্ত নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।
কিউহিউন বয় ব্যান্ড সুপার জুনিয়রের সদস্য। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিউহিউন তার সহ অভিনেতাদের সাথে দেখা করার সময় ওই নারী তাকে আক্রমণ করে। আক্রমণ প্রতিহত করতে গিয়ে তার হাতের একটি আঙুল কেটে যায়।
গ্রেপ্তার ৩০ বছর বয়সী ওই নারী আক্রমণে ব্যবহৃত অস্ত্রটি কোথায় পেলেন এবং তার মানসিক অসুস্থতার ইতিহাস রয়েছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।
কিউহিউন বা উপস্থিত অন্য কোনো অভিনেতার সাথে ওই নারীর কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।
৩৫ বছর বয়সী এ পপ তারকার এজেন্সি অ্যান্টেনা মিউজিকের উদ্ধৃতি দিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় দৈনিক জুংআং ডেইলি জানায়, ওই নারীর আঘাতে কিউহিউনের আঙুলের সামান্য অংশ কেটে গেছে। তাকে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়া হয়েছে।
এই অভিনেতা-গায়ক ২০০৬ সালে দেশটির অন্যতম জনপ্রিয় বয় ব্যান্ড সুপার জুনিয়রে যোগ দেন। তারপর থেকে তিনি একজন 'মিউজিক্যাল অ্যাক্টর' হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।