'ম্যায় অটল হু'র নতুন পোস্টারে চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি
যেন অবিকল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী! 'ম্যায় অটল হু', ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আসার সঙ্গেই পঙ্কজ ত্রিপাঠিকে দেখে চমকে গিয়েছিলেন সকলে।
আর মঙ্গলবার সকলের সামনে ফের একবার অটলরূপে ধরা দিলেন পঙ্কজ। ছবির নতুন পোস্টারে জানিয়ে দেওয়া হলো 'ম্যায় অটল হু' ছবির মুক্তির তারিখ।
পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ম্যায় অটল হু' মুক্তি পাবে নতুন বছরের ১৯ জানুয়ারি। ছবির পোস্টারগুলোতে পঙ্কজ ত্রিপাঠীকে অটল বিহারী বাজপেয়ীর রূপে দেখানো হয়েছে। মোট চারটি পোস্টারে ট্যাগলাইন রয়েছে 'হার্ট অব গোল্ড, ম্যান অব স্টিল' এবং 'দ্য পোয়েট অফ রি-রোট হিস্ট্রি'।
এর আগে এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, 'ম্যায় অটল হু ছবিতে অভিনয়ের জন্য শ্যুটিংয়ের ৬০ দিন শুধুই খিচুড়ি খেয়ে ছিলাম কারণ, ভালো চরিত্রে কাজের জন্য মনোসংযোগ থাকা দরকার, আর পেট ভালো থাকলে মনোসংযোগ ভালো থাকে, তাই শুধুই খিচুড়ি খেয়ে ছিলাম।'
এক্ষেত্রে তিনি বাইরের মশলাদার খাবারের উপর ভরসা রাখতে পারেননি।
পঙ্কজ ত্রিপাঠি বলেন, 'ম্যায় অটল হু ছবির জন্য গবেষণার সময় আমি জানতে পারি তিনি (অটল বিহারী বাজপেয়ী) রাজনীতিবিদ, কূটনীতিবিদ ছাড়াও একজন মহান কবি ছিলেন। সাহিত্য ও ভাষার প্রতিও তার অগাধ ভালবাসা এবং অনুরাগ ছিল। আমার গবেষণার মাধ্যমে আমি জেনেছি তিনি তার মনের অবস্থা বোঝাতে কবিতা লিখতেন। এই ছবির সঙ্গে যুক্ত হয়ে আমার উপরও ওনার কবিতা গভীর প্রভাব ফেলেছে, বিশেষ করে হিন্দি কবিতা।'
প্রসঙ্গত, প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে অটল বিহারী বাজপেয়ী ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন। প্রথম দফায় তিনি মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় দফায় ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৮ পর্যন্ত তার নেতৃত্বেই ক্ষমতাসীন ছিল ভারতের বিজেপি তথা এনডিএ জোট।