দেরিতে কনসার্ট শুরু করায় ফের ম্যাডোনার বিরুদ্ধে ২ ভক্তের মামলা
এবার নিউইয়র্কের দুই ভক্ত পপ তারকা ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেছেন।
তাদের দাবি, ম্যাডোনা তার নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে কনসার্ট শুরু করেছিলেন। অথচ কনসার্টের পরের দিন সকালে তাদের 'পূর্বনির্ধারিত কাজ করার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা দরকার ছিল'।
বুধবার ব্রুকলিন ফেডারেল আদালতে দায়ের করা মামলার এজাহারে মাইকেল ফেলো ও জোনাথন হ্যাডেন নামের ওই দুই ব্যক্তি বলেন, ম্যাডোনার সেলিব্রেশন ট্যুরের অংশ হিসেবে বার্কলেস সেন্টারে ১৩ ডিসেম্বর আয়োজিত শো'র টিকিট কিনেছিলেন তারা।
তারা বলেন, বিজ্ঞাপনে অনুষ্ঠান শুরুর সময় রাত সাড়ে ৮টা দেওয়া থাকলেও, রাত সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চে ওঠেননি ৬৫ বছর বয়সী এই সংগীতশিল্পী। ফলে কনসার্ট শেষে রাত ১টার পর তারা দুজন যখন বাসার উদ্দেশে রওনা হন, ততক্ষণে মাঝরাত হয়ে যাওয়ায় গণপরিবহন বা রাইড শেয়ারিং কোনো যানবাহন পেতে তাদের ভোগান্তিতে পড়তে হয়।
মামলায় অভিযোগ করা হয়েছে, রাতে শো দেরিতে শেষ হওয়ায় 'পরের দিন পরিবারের প্রতি দায়িত্ব পালনে' সমস্যা হয় তাদের।
তারা 'বিবেকহীন, অন্যায্য ও প্রতারণামূলক ব্যবসা চর্চা করার' জন্য ম্যাডোনা, বার্কলেস সেন্টার ও ট্যুর প্রমোটার লাইভ নেশনের বিরুদ্ধে মামলা করেছে।
১৪ ও ১৬ ডিসেম্বর নিউইয়র্কে ম্যাডোনার পরবর্তী দুটি কনসার্টসহ দেরিতে শুরু হওয়া অন্যান্য সেলিব্রেশন শোতে অংশগ্রহণকারীদের ক্লাস অ্যাকশন স্ট্যাটাস (আসামির কোনো কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত একদল ব্যক্তির প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তির করা নাগরিক মামলা) চাওয়া হয়েছে।
লাইভ মিউজিক জগতে দেরিতে শো শুরু করা নতুন ঘটনা না।
এর আগেও একাধিকবার ম্যাডোনার বিরুদ্ধে একই অভিযোগে মামলা করেছেন ভক্তরা।
২০১৯ সালে ন্যাট হলান্ডার নামে ফ্লোরিডার এক ভক্ত অভিযোগ করেছিলেন, দেরি করে কনসার্ট শুরু করায় চুক্তিভঙ্গের ঘটনা ঘটেছে।
আবার ২০২০ সালে, নিউ ইয়র্কের দুই ভক্তও তার বিরুদ্ধে একই অভিযোগে একটি মামলা করেন।
দুটি মামলাই পরে স্বেচ্ছায় তুলে নেওয়া হয়।
ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত জুলাইয়ে ম্যাডোনার সেলিব্রেশন ট্যুর পিছিয়ে দেওয়া হয়।
এপ্রিলে মেক্সিকোতে সেলিব্রেশন ট্যুরের শেষ কনসার্ট হবে।
ম্যাডোনা, লাইভ নেশন ও বার্কলেস সেন্টারের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হয়েছে।