গুরুতর অসুস্থ 'গানওয়ালা', মেডিক্যাল কলেজের সিসিইউ-তে ভর্তি কবীর সুমন
বুকে সংক্রমণ ও হৃদ্যন্ত্রের সমস্যা নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি সঙ্গীত শিল্পী কবীর সুমন, রয়েছেন অক্সিজেন সাপোর্টে। জানা গেছে, সোমবার (জানুয়ারি ২৯) দুপুর আড়াইটার সময় কলকাতা মেডিক্যাল কলেজের সিসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। হৃদপিণ্ডে সমস্যার জেরে বাড়িতেই অসুস্থবোধ করেন তিনি। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিকেল বোর্ড।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশকিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কবীর সুমন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদযন্ত্রে সমস্যার কারণে তীব্র শ্বাসপ্রশ্বাসের কষ্টে ভুগছিলেন তিনি। মেডিসিন এবং হৃদ্রোগ (কার্ডিওলজি) বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন কবীর সুমন। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রবীণ এই শিল্পীর পরিস্থিতি আপাতত স্থিতিশীল; চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
এর আগে করোনাকালে শ্বাসকষ্ট ও গলায় সংক্রমণ নিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন কবির সুমন।