‘চিতা’ ছবিতে মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত জলিল
আসন্ন মাসুদ রানা ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশের তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষাকে। এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ঘোষণার সময় জাজ মাল্টিমিডিয়া তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করে।
প্রতিষ্ঠানটি জানায়, অ্যাকশন থ্রিলার ধর্মী ছবিটির নাম দেওয়া হয়েছে 'চিতা'। ছবিটি পরিচালনা করবেন রাজীব কুমার বিশ্বাস। জাজ মাল্টিমিডিয়ার সাথে এটাই অনন্ত ও বর্ষার প্রথম কাজ।
আর এ বছরের মে মাস থেকে ছবিটির চিত্রগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৩ সালের ২৫ আগস্ট বিখ্যাত কাল্পনিক গুপ্তচর মাসুদ রানার জীবনী অবলম্বনে বাংলাদেশে মুক্তি পায় 'এমআর-৯: ডু অর ডাই'। ছবিটি পরিচালনা করেন বাংলাদেশি-আমেরিকান পরিচালক আসিফ আকবর।