বার্লিন চলচ্চিত্র উৎসবের প্রথম কৃষ্ণাঙ্গ জুরি প্রধান অভিনেত্রী লুপিতা নিয়ং’ও
প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের প্রধান নিযুক্ত হয়েছেন কেনিয়ার অভিনেত্রী লুপিতা নিয়ং'ও। 'গোল্ডেন ও সিলভার বিয়ার' এই দুই বিভাগে বিজয়ী চলচ্চিত্র বাছাইয়ে জুরিদের নেতৃত্ব দেবেন তিনি।
বার্লিনালে নামে পরিচিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানটি বিশ্বের শীর্ষ পাঁচটি চলচ্চিত্র উৎসবের মধ্যে একটি। আয়োজকরা বার্তা সংস্থা এএফপিকে জানান, ৭৪ বছরের ইতিহাসে এ উৎসবে কোনো কৃষ্ণাঙ্গ জুরি প্রধান ছিল না। লুপিতাই প্রথম এ দায়িত্ব পেয়েছেন।
বার্লিন, কান, ভেনিস, সানড্যান্স এবং টরন্টোর মতো শীর্ষ চলচ্চিত্র উৎসবগুলো তাদের জুরিতে বৈচিত্র্যের অভাবের জন্য প্রায়শই সমালোচনার মুখোমুখি হয়েছে।
চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে সবচেয়ে বড় ও দ্বিতীয় প্রাচীনতম কান উৎসব ২০২০ সালে মার্কিন পরিচালক স্পাইক লির সঙ্গে প্রথম কৃষ্ণাঙ্গ জুরি প্রেসিডেন্ট নিয়োগ দেয়।
বৃহস্পতিবার জার্মানির রাজধানীতে এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ং'ও বলেন, এই দায়িত্ব গ্রহণ করতে পেরে তিনি 'অত্যন্ত সম্মানিত' বোধ করছেন। তিনি আরও জানান, জুরির বোর্ডে বৈচিত্র্য আনায় পুরস্কার দেওয়া ক্ষেত্রে জুরির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে।
২০১৪ সালে 'টুয়েলভ ইয়ারস আ স্লেভ'-এর জন্য অস্কার জেতা এই অভিনেত্রী বলেন, 'বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করার এটাই সৌন্দর্য, মতামত ও দৃষ্টিভঙ্গিতে বৈচিত্র্য থাকে।'
গত ডিসেম্বরে বার্লিনালে নিয়ং'ওকে জুরি প্রেসিডেন্ট হিসেবে ঘোষণার সময় অনুষ্ঠানের পরিচালক মারিয়েত্তে রিসেনবিক এবং কার্লো চ্যাট্রিয়ান বলেন, 'নিয়ং'ওকে নির্বাচিত করা হয়েছে কারণ তিনি তার অভিনয়ে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং তার সিনেমায় তার অভিনয়ের বৈচিত্র্যে, আমরা যা পছন্দ করি তা-ই মূর্ত করে তুলেছেন।'
শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা ২০টি চলচ্চিত্রের মধ্যে তিনটি আফ্রিকান চলচ্চিত্র রয়েছে। ছবিগুলো হলো– মৌরিতানিয়ান বংশোদ্ভূত মালির পরিচালক আবদেররাহমান সিসাকোর 'ব্ল্যাক টি', তিউনিশিয়ান-কানাডিয়ান পরিচালক মেরিয়াম জুবেউরের 'হু ডু আই বিলোং টু' এবং ফরাসি-সেনেগালিজ চলচ্চিত্র নির্মাতা মাতি দিওপের তথ্যচিত্র 'দাহোমি'।
আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবটি চলবে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন