প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ আর নেই
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ আর নেই। বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সাদি মহম্মদের ভাই নৃত্যশিল্পী শিবলী মহম্মদের সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর শিল্পীর ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় পান পরিবারের সদস্যরা।
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তা ডা. স্বাগতিক লোহানী জানান, সাদি মহম্মদকে রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।
'আমরা তার আত্মীয়দের কাছ থেকে জানতে পারি তিনি সাড়ে ৭টার দিকে তার বাসায় আত্মহত্যা করেছেন। তার গলায় ফাঁসের চিহ্নও পেয়েছি আমরা,' তিনি আরও বলেন।
শিল্পীর শরীরে আর কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানান ডা. লোহানী।
ময়নাতদন্তের জন্য সাদি মহম্মদের মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা আছে।
১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী শক্তির হাতে নিহত হন সাদি মহম্মদের বাবা সলিমউল্লাহ। ২০২৩ সালের ৮ জুলাই ৯৬ বছর বয়সে মারা যান তার মা জেবুন্নেছা সলিমউল্লাহ। মায়ের মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।
সাদি মহম্মদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রসঙ্গীতের ওপরে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন তিনি।
তার অ্যালবামের মধ্যে রয়েছে 'আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে', 'শ্রাবণ আকাশে', 'সার্থক জনম আমার' ইত্যাদি।
২০১২ সালে চ্যানেল আই তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে। ২০১৫ সালে বাংলা একাডেমী থেকে রবীন্দ্র পুরস্কার পান সাদি মহম্মদ।