বিরল স্নায়ুরোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক; হ্রাস পেয়েছে শ্রবণশক্তি
ভারতের সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন। যা থেকে তার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে নিজেই এই কথা জানিয়েছেন অলকা। এই খবরে দ্রুত আরোগ্য কামনা করেছেন সোনু নিগম, ইলা অরুণ ও শঙ্কর মহাদেবনের মতো দীর্ঘ সময়ের সহযোগীরা।
নিজের পোস্টে অলকা লিখেছেন, "আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।"
সোনু নিগম ৯০ ও ২০০০ এর দশকের বলিউড সিনেমায় অলকার সঙ্গে অগণিত ডুয়েট গান গেয়েছেন। তিনি অলকার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেছেন, "আমার মনেই হয়েছিল সব ঠিক নেই। ফিরেই তোমার সঙ্গে দেখা করব। দ্রুত সেরে ওঠো।"
সোনু ও অলকা হোয়াট ইজ মোবাইল নম্বর (হাসিনা মান যায়েগি, ১৯৯৯), দিল মে জো বাত (রান, ২০০৪), বাঁকে তেরা যোগী (ফির ভি দিল হ্যায় হিন্দুস্থানি, ২০০০) ও সুরজ হুয়া মাধাম (কভি খুশি কাভি) এর মতো স্মরণীয় গান গেয়েছেন।
অপরদিক শিল্পী ইলা অরুণ মন্তব্য করেছেন, "এটা শুনে খুব কষ্ট পেলাম। প্রিয়তম অলকা আমি তোমার ছবি দেখেছি এবং সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছি। তারপর আমি যা পড়লাম, এটি হৃদয়বিদারক। তবে আজকের সেরা ডাক্তারদের উপর ভরসা রাখো। তুমি ভালো থাকবে এবং শীঘ্রই আমরা তোমার মিষ্টি কন্ঠ শুনতে পাব। ভালোবাসা। সবসময় নিজের যত্ন নিও।"
গ্র্যামি পুরস্কার বিজয়ী গায়ক-সুরকার শঙ্কর মহাদেবন মন্তব্য করেছেন, "আপনার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি অলকাজি!! আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন। অনেক ভালোবাসা এবং শুভকামনা।"
শঙ্কর অলকার সঙ্গে ফারহান 'আখতারের দিল চাহতা হ্যায়' (২০০১) ও করণ জোহরের ২০০৬ সালের রোমান্টিক সিনেমা 'কাভি আলবিদা না কেহনা'র মতো সিনেমায় কাজ করেছেন।