নতুন ‘দ্য লর্ড অব দ্য রিংস’, মুক্তি পাবে ২০২৬ সালে
বৃহস্পতিবার (১০ মে) ওয়ার্নার ব্রাদারস ডিসকোভারির সিইও ডেভিড জাসলাভ জানিয়েছেন, প্রতিষ্ঠানটি 'দ্য লর্ড অব দ্য রিংস' এর নতুন দুটি সিনেমার জন্য প্রাথমিকভাবে চিত্রনাট্য তৈরির কাজ করছে। ২০২৬ সাল নাগাদ পেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাগুলো।
নিউ লাইন সিনেমা এবং ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের যৌথ উদ্যোগে প্রথম সিনেমাটি "লর্ড অব দ্য রিংস: দ্য হান্ট ফর গোলাম" (নাম এখনো চূড়ান্ত হয়নি) পরিচালনা করবেন অ্যান্ডি সার্কিস। পরিচালনার পাশাপাশি তিনি সিনেমাটিতে অভিনয়ও করবেন।
জাসলাভ জানিয়েছেন, ট্রিলজির আগের পরিচালক পিটার জ্যাকসন এবং তার দীর্ঘদিনের লেখার অংশীদার ফ্রান ওয়ালশ ও ফিলিপা বয়েনস নতুন দুটি সিনেমার "প্রতিটি পদক্ষেপে জড়িত থাকবেন।" চিত্রনাট্য লিখবেন বয়েনস এবং ওয়ালশ।
তিনি বলেন, লর্ড অফ দ্য রিংস ইতিহাসের সবচেয়ে সফল ও সম্মানিত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি এবং আমাদের থিয়েটার ব্যবসার জন্য এটি একটি উল্লেখযোগ্য সুযোগ।"
ওয়ার্নার্স বার্দারস এক বছরেরও বেশি সময় আগে জানিয়েছিল, জে.আর.আর টলকিন্সের বইয়ের নতুন সিরিজের ওপর ভিত্তি করে স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এমিব্রেসার গ্রপ এবি-এর সাথে চুক্তি করে নতুন লর্ড অফ দ্য রিংস সিনেমা বানানো হবে।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম লর্ড অব দ্য রিংস এর টিভি সিরিজ বানানোর কাজ করছে। কিন্তু সিরিজটির সাথে জ্যাকসন এবং তার সহ-লেখকরা জড়িত না থাকায় ভক্তরা হতাশ হয়েছিলেন।
জ্যাকসন, বয়েনস এবং ওয়ালশ নতুন সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে জড়িত থাকার খবর অনুগত ভক্তদের জন্য প্রশান্তি নিয়ে আসবে বলেই ধারণা করা হচ্ছে।
"দ্য লর্ড অব দ্য রিংস" ট্রিলজি বেশ কয়েকটি অস্কার পুরস্কার জিতেছে। এই গ্রীষ্মে সিনেমাটির ট্রিলজি রিমাস্টার করে ও বর্ধিত করে আবারো প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে।
অনুবাদ: তাসবিবুল গনি নিলয়