ভক্তদের জ্বালাতন আর সইছে না; ব্রেকিং ব্যাডের ওয়াল্টারের বাড়ি বিক্রি হবে, দাম ধরা হয়েছে কত?
ব্রেকিং ব্যাড টিভি সিরিজে ওয়াল্টার হোয়াইটের পরিবারের বাড়ি হিসেবে পরিচিত নিউ মেক্সিকোর ছোট্ট শহরতলির বাড়িটি বিক্রি করে দিচ্ছেন মালিক। দাম ধরা হয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার, যা ওই এলাকার গড় বাড়ির মূল্যের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।
আলবাকার্কি শহরের র্যাঞ্চ-স্টাইলের এ বাড়িটিতে চারটি শয়নকক্ষ, দুটি বাথরুম এবং একটি ব্যাকইয়ার্ড পুল রয়েছে। সিরিজে একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্যে এ পুলটি দেখানো হয়েছে। রিয়েল এস্টেট সংস্থা জিলোর তথ্য অনুযায়ী, এ এলাকার বাড়ির গড় মূল্য চার লাখ ২১ হাজার ডলার।
বাড়িটির বর্তমান মালিক জোয়ান কুইন্টানা জানিয়েছেন, জনপ্রিয় এ সিরিজের ভক্তদের ভিড় তাদের দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করছে।
স্থানীয় একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, "এটি আমাদের পারিবারিক বাড়ি ছিল ১৯৭৩ সাল থেকে, অর্থাৎ প্রায় ৫২ বছর ধরে। কিন্তু এখন সময় হয়েছে এখান থেকে চলে যাওয়ার। আমরা আমাদের স্মৃতিগুলো সঙ্গে নিয়ে চলে যাচ্ছি।"
২০০৬ সালে ব্রেকিং ব্যাডের নির্মাতারা এ বাড়ি শুটিং লোকেশন হিসেবে চিহ্নিত করেন। কুইন্টানা বলেন, "তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের পরিচয় দেন এবং আমার মাকে বলেন, 'আমরা একটি পাইলট পর্বের জন্য আপনার বাড়ি ব্যবহার করতে চাই।'"
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সিরিজটির পাঁচটি সিজনে রসায়নের মাস্টার থেকে মাদক উৎপাদনকারী বনে যাওয়া ওয়াল্টার হোয়াইটের বাড়ি হিসেবে বাড়িটির বাইরের অংশ এবং পেছনের উঠোন নিয়মিত দেখানো হয়েছে। তবে ভেতরের অংশ কখনো শুটিংয়ে ব্যবহার করা হয়নি।
সিরিজের জনপ্রিয়তার পর গত এক দশকে বাড়িটি দেখতে প্রতিদিনই শত শত ভক্ত ভিড় জমিয়েছেন। এর মধ্যে কিছু অভিজ্ঞতা ছিল বিরক্তিকর। কুইন্টানা জানিয়েছেন, প্রতিদিন প্রায় ৩০০টি গাড়ি বাড়ির পাশ দিয়ে যেত।
২০১৫ সালে ভক্তরা সিরিজে ওয়াল্টার হোয়াইটের বাড়ির ছাদে পিৎজা ছুঁড়ে মারার দৃশ্য পুনর্নির্মাণের চেষ্টা করেন। কুইন্টানার মা ফ্রান প্যাডিলা তখন বলেছিলেন, "আমাদের ছাদে পিৎজা, ড্রাইভওয়েতে পিৎজা—এত পিৎজা দেখেছি যে আমরা পিৎজা দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলাম।"
একই বছর, সিরিজটির স্রষ্টা ভিন্স গিলিগান ভক্তদের প্রতি বাড়িটিতে পিৎজা ছুঁড়ে না মারার আহ্বান জানান। তিনি বলেন, "এ ভদ্রমহিলার বাড়ির ছাদে পিৎজা ছুঁড়ে মারার মধ্যে মজার কিছু নেই।"
একবার এক দর্শনার্থী বাড়ির দরজায় ওয়াল্টার হোয়াইটের নামে একটি প্যাকেজ রেখে গেলে কুইন্টানা এবং তার ভাইবোনেরা নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেন। তখন বাড়ির চারপাশে বেড়া লাগানো হয়।
৪ মিলিয়ন ডলারের এ উচ্চ মূল্য বাড়িটির ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকেই তুলে ধরে। এটি শুধু একটি বাড়ি নয়, বরং একটি শিল্পকর্ম বা সম্ভাব্য পর্যটনকেন্দ্র হিসেবেও বিবেচিত হচ্ছে।
কুইন্টানা বলেন, "আমি আশা করি নতুন মালিকেরা ভক্তদের জন্য যা সঠিক মনে করবেন, সেটাই করবেন। তারা চাইলে এটি অতিথিশালা বানাতে পারেন, জাদুঘরে রূপান্তর করতে পারেন বা বাড়িটি ভক্তদের জন্য উন্মুক্ত রাখতে পারেন। এটা তাদের সিদ্ধান্ত।"