‘দ্য বিগ ব্যাং থিওরি’র স্পিন-অফ সিরিজে ফিরে আসা নিয়ে যা বললেন জিম পারসন্স
দ্য বিগ ব্যাং থিওরি-এর স্পিন-অফ প্রিক্যুয়েল ইয়াং শেলডন-এরও একটি স্পিন-অফ শীঘ্রই প্রচারিত হতে যাচ্ছে। কিন্তু দ্য বিগ ব্যাং থিওরির স্পিন-অফ সিরিজে কি জিম পারসন্সকে দেখা যাবে?
দ্য বিগ ব্যাং থিওরি-এর স্পিন-অফ সিরিজ নিয়ে কাজ করছে ম্যাক্স। মূল সিরিজ থেকে এখন পর্যন্ত তিনজন অভিনেতার সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করেছে এটি।
১৭ বছর আগে শেলডন কুপার চরিত্রে প্রথম অভিনয় করা জিম পারসন্সকে যখন জিজ্ঞেস করা হলো তিনি স্পিন-অফ সিরিজে ফিরবেন কি না, তখন নেতিবাচক উত্তর দিলেও কিছুটা আশা জিইয়ে রেখেছেন এ অভিনেতা।
'এই যে এখানে এখন বসে আছি, আপাতত বলব — না। কিন্তু আমি কখনো কোনো জিনিসকে একেবারে না বলব না। কারণ জীবনে অনেক বাঁকবদল ঘটে,' শুক্রবার হু'জ টকিং টু ক্রিস ওয়ালেস শো-এ বলেন জিম।
২০০৭ সালে সিবিএস-এর দ্য বিগ ব্যাং থিওরি-তে তাত্ত্বিক পদার্থবিদ ও এক সময়ের শিশু প্রজিডি শেলডন কুপারের চরিত্রে প্রথম অভিনয় করেন জিম। ২০১৯ সাল পর্যন্ত এটি ১২টি সিজন ধরে চলেছিল।
'আমি খুব দৃঢ়ভাবে মনে করি, এটি শতভাগ না হলেও প্রায় পুরোপুরি একটি আশীর্বাদ এ মুহূর্তে এসে। আমি জানি, ১০ বছর আগে আমি এ কথা বলতাম না,' দ্য বিগ ব্যাং থিওরি-তে কাজ করার প্রসঙ্গে বলেন জিম।
ম্যাক্স-এর স্পিন-অফ সিরিজটি গত বছরই ঘোষণা করা হয়েছিল। তবে এটি এখনো চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। মূল সিরিজের অন্যতম চরিত্র স্টুয়ার্ট ব্লুমের কমিক বইয়ের দোকানকে কেন্দ্র করে আবর্তিত হতে পারে স্পিন-অফের গল্প।
ইয়াং শেলডন-এর গত মে মাসে শেষ হওয়া সিরিজ ফিনালেতে দেখা গিয়েছিল জিম পারসন্সকে, বর্তমান বয়সের শেলডন কুপার হিসেবে। এ সিরিজে তিনি নির্বাহী প্রযোজক ও ন্যারেটর হিসেবেও ছিলেন।
ইয়াং শেলডন-এর স্পিন-অফ জর্জি অ্যান্ড ম্যান্ডিস ফার্স্ট ম্যারিজ-এর প্রথম পর্ব দেখানো হবে আগামী ১৭ অক্টোবর।