দেবদাসে অভিনয়ের পর ১ বছর 'মানসিক চিকিৎসা' নিয়েছিলেন দিলীপ কুমার; জানালেন শাহরুখ
বলিউড সিনেমা জগতে শাহরুখ খান অন্যতম সফল একজন অভিনেতা। সময়ের পরিক্রমায় নানা চরিত্রে অভিনয় করে তিনি কোটি কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। এরমধ্যে 'দেবদাস' সিনেমায় অভিনয়ের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।
সম্প্রতি লোকার্নো ফিল্ম ফেস্টিবলে শাহরুখ সিনেমাটি নিয়ে কথা বলেছেন। একইসাথে সিনেমাটিতে তার মদ্যপানের অভিনয় কীভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে, সেটি নিয়েও কথা বলেছেন।
তবে শাহরুখের আগেও সর্বপ্রথম দেবদাস সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ১৯৫৫ সালে বাংলা ভাষার 'দেবদাস' উপন্যাসের উপর ভিত্তি করে বিমল রয়ের সিনেমাটি নির্মাণ করেছিলেন।
ঐ ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ২০০২ সালে দিলীপ কুমার শাহরুখকে জানান, তিনি সিনেমাটির কাজ শেষ করার পর এক বছরেরও বেশি সময় ধরে 'মানসিক চিকিৎসা' নিয়েছিলেন।
আলোচনায় নিজের ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে শাহরুখ বলেছিলেন, "প্রথমদিকে আমি দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে পড়তাম। আমি একটি থিয়েটার গ্রুপের সদস্য ছিলাম। আমরা অনেক ওয়ার্কশপ করেছি এবং কিছু নাটক করেছি। আমি টেলিভিশনে দুই বছর কাজ করেছি। এখন দশ বছর সিনেমায়—এগুলো সবই শেখার প্রক্রিয়ার অংশ।"
২০০২ সালে শাহরুখ আরও বলেন, "আমি সিনেমা দেখি। আমি বাচ্চাদের পছন্দ করি। আপনি বাচ্চাদের যতই দেখবেন, ততই শিখবেন। তারা খুবই অকৃত্রিম। আমার ছেলে (আরিয়ান) তখন চার বছরের এবং মেয়ে (সুহানা) দুই বছরের। আমার মনে হয় যে, মানসিকভাবে আমি এই দুই বয়সের মধ্যে কোথাও আছি।"
শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ডানকি'। বলিউড বাদশাহের এর আগে 'পাঠান' ও 'জাওয়ান' সিনেমা বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে। এমনকি জাওয়ান সিনেমার জন্য চলতি বছর তিনি আইআইএফএ ২০২৪ এর সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। আগামীতে মেয়ে সুহানা খানের 'কিং' সিনেমাতেও তাকে দেখা যাবে।
অনুবাদ: মোঃ রাফিজ খান